1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জমে উঠছে চট্টগ্রাম টেস্ট

৬ সেপ্টেম্বর ২০১৭

ঢাকায় দ্বিতীয় ইনিংসের পর চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসেও ওয়ার্নারের সেঞ্চুরি৷ মূলত তাঁর বিশতম সেঞ্চুরির সুবাদেই ৯ উইকেটে ৩৭৭ রান নিয়ে তৃতীয় দিন শেষ করেছে অস্ট্রেলিয়া৷ তিনটি করে উইকেট নিয়েছেন মিরাজ আর মুস্তাফিজ৷

https://p.dw.com/p/2jSHP
Bangladesch Cricket Test Match Bangladesch gegen Australien
ডেভিড ওয়ার্নার (ফাইল ফটো)ছবি: Getty Images/AFP/M. Uz Zaman

সেঞ্চুরি তো করেছেনই, সঙ্গে অধিনায়ক স্টিভেন স্মিথের সঙ্গে ৯৩ আর হ্যান্ডসকম্বের সঙ্গে ১৫২ রানের জুটি গড়ে অস্ট্রেলিয়াকে লিড নেয়ার সুযোগও করে দিয়েছেন ওয়ার্নার৷ বাঁ হাতি এই ওপেনারের অবশ্য ভাগ্য সুপ্রসন্নই বলতে হবে৷ ২৩৪ বলের সাতটিকে সীমানার ওপারে পাঠিয়ে ১২৩ রান করতে তিনবার নতুন জীবন পেয়েছেন তিনি৷

বুধবার বৃষ্টির কারণে মাঠ ভেজা থাকায় দুপুরের আগে খেলাই শুরু করা যায়নি৷ সোয়া একটা নাগাদ শুরু হলেও প্রথম সাফল্যের জন্য বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয় বাংলাদেশকে৷ আগের দিনের ২ উইকেটে ২২৫ থেকে ততক্ষণে স্কোর ২ উইকেটে ২৫০৷ ৮২ রান করে তখনই সাকিবের থ্রো-তে রান আউট হয়ে যান হ্যান্ডসকম্ব৷

তারপর ওয়ার্নার আর ম্যাক্সওয়েলের জুটিতে ৪৮ রান এলেও আর কোনো বড় জুটি পায়নি অস্ট্রেলিয়া৷ বরং মুস্তাফিজের বলে ওয়ার্নার ইমরুল কায়েসের তালুবন্দি হওয়ার পর এক সময় স্বাগতিকদের তাড়াতাড়ি গুটিয়ে যাওয়ার আশঙ্কাই জেগেছিল৷ মুস্তাফিজ ৮৪ আর মিরাজ ৯৩ রানে তিনটি করে উইকেট নিলেও শেষ পর্যন্ত তা আর সম্ভব হয়নি৷ ৭২ রানের লিড আর শেষ উইকেটটি হাতে রেখে দিন শেষ করেছে অস্ট্রেলিয়া৷ তবে তাতে অবশ্য সুখনিদ্রার সুযোগ নেই৷ এ ম্যাচে এখন যে কোনো ফলাফলই সম্ভব৷ জমে উঠেছে চট্টগ্রাম টেস্ট!

এসিবি/ডিজি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য