স্টালিন, ক্লিংটন আর ম্যার্কেল যখন একসাথে
রাশিয়ার সাবেক শাসক স্টালিন, সাবেক মার্কিন রাষ্ট্রপতি বিল ক্লিন্টন এবং জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল৷ তিনজন একসাথে৷ চমকে যাওয়ার মতো ছবি৷ কিন্তু আদতে এরা হলেন লোথার ভুন্ডারলিশ, স্টেফান টোমাশি এবং সুজানে নোল৷ ছবিটি ২০০৫ সালে তোলা৷