সার্কাস
‘‘এই বাঘ-সিংহগুলোকে আফিম গেলানো থেকে শুরু করে তাদের দাঁত-নখ উপড়ে নেওয়া, সার্কাস চলার সময় বল্লম দিয়ে খোঁচা দেওয়া, সব কিছু করা হয়েছে’’, লিখেছেন ‘সিঙ্গল ইমেজ’ বিভাগে বিজয়ী জার্মানি তথা ব্রিটেনের ব্রিটা ইয়াশিন্সকি৷ চীনের গুইলিন-এর একটি সার্কাসের দৃশ্য৷ মাঝের প্রাণীটি আবার একটি ‘লাইগার’, যার বাপ হলো সিংহ কিন্তু মা একটি বাঘ! এই লাইগার নাকি বিশ্বের সবচেয়ে বড় মার্জার৷