1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ড. রাগিব হাসানের সাক্ষাৎকার

আরাফাতুল ইসলাম৯ আগস্ট ২০১৪

বাংলাদেশের অন্ধ শিশুদের জন্য ফেসবুক ভিত্তিক প্রকল্প ‘বাংলাব্রেইল’৷ ডয়চে ভেলের দ্য বব্স অ্যাওয়ার্ড জয়ী এই প্রকল্প নিয়ে আগ্রহের শেষ নেই অনেকের৷ এই বিষয়ে আমরা কথা বলেছি ড. রাগিব হাসান এর সঙ্গে যিনি প্রকল্পের সমন্বয়ক৷

https://p.dw.com/p/1CqtQ
GMF Global Media Forum 2014 Bobs Award Winner Best Innovation Ragib Hasan
ছবি: DW/M. Müller

ড. রাগিব হাসান এর সাক্ষাৎকার

দ্য বব্স পুরস্কার নিতে রাগিব হাসান জার্মানিতে হাজির হন জুন মাসের শেষ সপ্তাহে৷ ৩০শে জুন ২০১৪ গ্লোবাল মিডিয়া ফোরামে পুরস্কার গ্রহণ করেন তিনি৷ সেসময় ডয়চে ভেলেকে দেয়া ভিডিও সাক্ষাৎকারে রাগিব জানান, ‘‘দ্য বব্স পুরস্কার জয় করার পরে বাংলাব্রেইলের কথা আরো অনেকে জানবে, আমরা আরো কর্মী পাবো, এটাই আমাদের আশা৷''

তিনি বলেন, ‘‘পাশাপাশি আমাদের তৈরি করা বইগুলোকে আরো অনেক দৃষ্টিহীন শিশুদের কাছে পৌছে দিতে পারবো৷ সর্বোপরি এই গুরুত্বপূর্ণ সমস্যাটির প্রতি জনসচেতনতা সৃষ্টিতে এই পুরস্কারটি বিশাল ভূমিকা রাখবে৷''

বাংলাব্রেইল প্রকল্প বর্তমান ইন্টারনেট যুগের চর্চা ‘ক্রাউডসোর্সিং'-এর চমৎকার উদাহরণ৷ ডয়চে ভেলেকে দেয়া একাধিক সাক্ষাৎকারে সেকথা স্বীকারও করেছেন রাগিব৷ তিনি বলেন, ‘‘দৃষ্টিহীন শিশুদের জন্য হাজারো মানুষ সাহায্যের হাত বাড়িয়ে এগিয়ে আসতে সবসময় প্রস্তুত আছেন আর ক্রাউডসোর্সিং-এর মাধ্যমে সামাজিক অনেক সমস্যাকে সমাধান করা সম্ভব, বাংলাব্রেইল প্রজেক্টটি এরই প্রমাণ৷

রাগিব হাসান দ্য বব্স পুরস্কার উৎসর্গ করেছেন বাংলাদেশের দৃষ্টিপ্রতিবন্ধী শিশুদের জন্য৷ মার্কিন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ আলাবামা অ্যাট বার্মিংহাম-এর সহকারী অধ্যাপক বাংলা অনলাইন জগতের সঙ্গে দীর্ঘদিন ধরেই সম্পৃক্ত৷ বাংলাব্রেইল ছাড়াও তাঁর রয়েছে শিক্ষক ডটকম নামক আরেকটি প্রকল্প৷

বাংলাদেশের ক্ষেত্রে ই-শিক্ষার ভূমিকা সম্পর্কে রাগিব বলেন, ‘‘আমাদের দেশে প্রচুর শিক্ষার্থী রয়েছেন, যাঁরা চাইলেই তাঁদের পছন্দমতো পড়তে পারেন না৷ আবার গ্রামাঞ্চলে বিজ্ঞান এবং গণিত শেখাবার ভালো শিক্ষকেরও অভাব রয়েছে৷''

আর এই অভাব পূরণের চেষ্টা করছে শিক্ষক ডটকম, জানান রাগিব৷ ওয়েবসাইটটির জন্য বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বাঙালি শিক্ষক, গবেষকরা কন্টেন্ট তৈরি করছেন৷ যে যে বিষয়ে পারদর্শী সেই বিষয়ে শিক্ষা দিচ্ছেন৷ বাংলাব্রেইলের মতো এটির ব্যবহারও সম্পূর্ণ ফ্রি৷

উল্লেখ্য, ২০১৪ সালের দ্য বব্স প্রতিযোগিতার ‘সেরা উদ্ভাবন' বিভাগে জুরি এবং ‘পিপলস চয়েস' অ্যাওয়ার্ড জয় করেছে ‘বাংলাব্রেইল' প্রকল্প৷ এটি এমন একটি অনলাইন উদ্যোগ, যার মাধ্যমে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ‘ব্রেইল' বইয়ের ডিজিটাল সংস্করণ এবং অডিও বই তৈরি করা হয়৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য