1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ছবির বিষয় যখন ভাঙাচোরা গাড়ি

১৯ মার্চ ২০২০

গাড়ি পুরানো বা অচল হয়ে গেলে বাংলাদেশ-ভারতে সেটির যন্ত্রাংশ, ধাতু ইত্যাদি অনেক উপাদান বিক্রি করা হয়৷ জার্মানির মতো দেশে এককালে গোটা গাড়ি ফেলে রাখা হতো৷ দুই আলোকচিত্রী এমনই গাড়ির ছবি তোলেন৷

https://p.dw.com/p/3Zgao
Symbolbild Fotograf Fotografin Frau fotografiert Schnappschussfotografie
ছবি: Fotolia/Alexey Klementiev

রাতের অন্ধকারে তাঁরা ভাঙাচোরা, জং-ধরা গাড়ির খোঁজে বেরিয়ে পড়েন৷ গাড়ি যত পুরানো ও ভাঙাচোরা হবে, উভে স্যুল্ফলোন ও টেওডোর বার্ট ততই খুশি হন৷ যেমন ১৯৬০-এর দশকের ফোর্ড কোম্পানির টাউনুস মডেলের একটি গাড়ি জঙ্গলের মাঝে ফেলে রাখা হয়েছে৷

গাড়ির জীবনের চূড়ান্ত পরিণতি নিয়ে এই দুই আলোকচিত্রী এক ছবির সংকলন প্রকাশ করেছেন, তাতে ভাঙাচোরা ও পরিত্যক্ত গাড়ির ১১০টি ছবি শোভা পাচ্ছে৷ পরিত্যক্ত গ্যারেজ, ছাউনি অথবা পেছনের উঠানে তাঁরা এই সব গাড়ির ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছেন৷

প্রায়ই তাঁরা একসঙ্গে মোটিফের খোঁজে বেরিয়ে পড়েন৷ আশির দশকে ফটো ডিজাইন নিয়ে উচ্চশিক্ষার সময় দু'জনের আলাপ হয়েছিল৷ টেওডোর বার্ট ছবিসহ নিজস্ব প্রতিবেদনের কাজে গোটা বিশ্ব চষে বেড়ান ও বিখ্যাত দ্রুতগতির গাড়ির শৈল্পিক ছবি তোলেন৷

ভাঙাচোরা গাড়ির ফটোগ্রাফি

উভে স্যুল্ফলোন বিভিন্ন কোম্পানির জন্য ছবি তোলেন এবং নানা শৈল্পিক কনসেপ্ট বা ধারণা নিয়ে পরীক্ষানিরীক্ষা করেন৷ ‘লস্ট কার্স' তাঁদের যৌথ প্রকল্প৷ এর জন্য তাঁরা দূরদূরান্তেও পাড়ি দিতে প্রস্তুত৷ তবে ছবির বিষয়বস্তুর অবস্থান তাঁরা ফাঁস করেন না৷ উভে বলেন, ‘‘জায়গার খবর গোপন রাখতে হয়, কারণ, তা না হলে সুযোগসন্ধানীরা শকুনির মতো সেখানে ঠিক পৌঁছে যাবে৷ জনপ্রিয় বা বিরল গাড়ির সন্ধান পেলে সেগুলি ছিন্নবিচ্ছিন্ন করার বিপদ থেকে যায় বৈকি!''

গাড়ির ধ্বংসাবশেষের সন্ধান করা অনেকটা গোয়েন্দার কাজের মতো৷ যেমন কোলন শহরের দক্ষিণে আইফেল অঞ্চলে ফোর্ড টাউনুস মডেলের খোঁজ পেয়েছেন উভে৷ সম্ভবত সত্তরের দশক থেকে সেটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে৷ আইফেলের বাসিন্দা রাফায়েব ফেয়ারহলৎস বলেন, ‘‘এখানে কোনো জঞ্জালের স্তূপ ছিল না, জঞ্জাল নিতে পৌর কর্তৃপক্ষও আসতো না৷ গ্রামের মানুষ সে যুগে নির্দিষ্ট একটি জায়গায় আবর্জনা ফেলে আসতো৷ এই পথ দিয়ে আরো এগিয়ে গেলে অতীতের বিশাল এক জঞ্জালের স্তূপের জায়গাটি দেখা যাবে৷ গাড়ি, সাইকেল থেকে শুরু করে কত কিছুই যে সেখানে ফেলা হতো!''

আজকাল এমনটা করলে জার্মানিতে মোটা অঙ্কের জরিমানা দিতে হয়৷

সন্ধ্যার সময়ে দুই ফটোগ্রাফার জঙ্গলে প্রবেশ করলেন৷ তাঁরা ছবি তোলার জন্য অন্ধকারের সময়টিই বেছে নেন৷ কারণ, একমাত্র এমন অবস্থায় তাঁরা আলোর উপর পুরো নিয়ন্ত্রণ পান৷ টর্চ ও রিমোট ফ্ল্যাশের মাধ্যমে বিষয়বস্তু আলোকিত করতে পারেন৷ উভে স্যুল্ফলোন বলেন, ‘‘পরিস্থিতির মধ্যে অবশ্যই কিছুটা নাটকীয়তা রয়েছে৷ সেই সুযোগ কাজে লাগিয়ে একসময় আমরা আবিষ্কার করলাম যে, গাড়ির ভেতরের অংশে আলোকপাত করলে সেটিকে যেন পুনর্জীবিত করা যায়৷''

ধ্বংসাবশেষ চিরকালের মতো দূর করার আগে গাড়িটিকে শেষ বারের মতো জীবন্ত করে তোলার রোমাঞ্চই আলাদা৷

ক্রিস্টিয়ান ভাইবেসান/এসবি