1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চ্যান্সেলর শলৎস ও তার সরকারের ওপর অসন্তুষ্ট অধিকাংশ জার্মান

২২ আগস্ট ২০২২

পাঁচ মাস আগেও নতুন চ্যান্সেলর ও তার নেতৃত্বাধীন জোট সরকারের প্রতি যথেষ্ট আস্থা ছিল জার্মানদের৷ তবে জরিপ বলছে, এই মুহূর্তে জার্মানির অধিকাংশ মানুষই নতুন সরকার ও চ্যান্সেলর ওলাফ শলৎসের ওপর অসন্তুষ্ট৷

https://p.dw.com/p/4Fs8D
Deutschland Bundeskanzler Olaf Scholz Tag der offenen Tür der Bundesregierung
ছবি: Michele Tantussi/REUTERS

রোববার জার্মানির বিল্ড আম জনটাগে প্রকাশিত এক জরিপের ফলাফলে দেখা যায়, জরিপে অংশ নেয়া শতকরা ৬২ ভাগ জার্মানই মনে করেন চ্যান্সেলর হিসেবে শলৎসের কাজ সন্তোষজনক নয়৷ আইএনএসএ নামের একটি জরিপ প্রতিষ্ঠান প্রতিবেদন অনুযায়ী, শলৎসের প্রতি অসন্তোষ ২৩% বেড়েছে, কারণ গত মার্চের এক জরিপে ৩৯% জার্মান বলেছিলেন জার্মানির নতুন চ্যান্সেলরের কাজে তারা অসন্তুষ্ট৷

তবে ২৫ ভাগ এমন মানুষও আছেন যারা মনে করেন এসপিডি নেতা শলৎস ভালোই কাজ করছেন৷ গত মার্চে এমন মানুষ অনেক বেশি ছিল৷ তখন জরিপে অংশ নেয়া ৪৬% মানুষ জানিয়েছিলেন সদ্য দায়িত্ব পাওয়া চ্যান্সেলর হিসেবে শলৎস ভালোই করছেন৷

আইএনএসএ-র জরিপে জানতে চাওয়া হয়েছিল জোট সরকারের মন্ত্রী পরিষদে যারা আছেন, তাদের মধ্য থেকে সরাসরি চ্যান্সেলর নির্বাচন করার সুযোগ থাকলে কাকে সেই দায়িত্বে দেখতে চাইবেন? জবাবে ২৫% মানুষ বলেছেন অর্থনীতি বিষয়ক মন্ত্রী রবার্ট হাবেক (গ্রিন পার্টি)-র কথা, ১৯% রায় দিয়েছেন সিডিইউ নেতা ফ্রিডরিশ মার্স-এর পক্ষে আর শলৎসকে চ্যান্সেলর দেখতে চেয়েছেন মাত্র ১৮% মানুষ৷

শলৎসের দল এসপিডি আর ব্যবসাবান্ধব দল এফডিপি এবং সবুজ দলের জোট সরকার শপথ নিয়েছে গত ডিসেম্বরে৷ করোনা সংকটের ধকল সামলাতে থাকা জার্মানিতে তার দু মাস পরই লেগেছে ইউক্রেন যুদ্ধের ধাক্কা৷ পণ্যের দাম বাড়ছে, বাড়ছে মুদ্রাস্ফীতি, বাড়ছে জ্বালানি সংকট৷ সব মিলিয়ে খুবই জটিল পরিস্থিতির মুখোমুখি এখন শলৎসের সরকার৷ জনমনেও পড়ছে এসবের প্রভাব৷ জরিপে দেখা গেছে, গত মার্চে এই সরকারের প্রতি যেখানে মোট ৪৩% মানুষ নেতিবাচক মানসিকতা দেখিয়েছিল, এখন তা বেড়ে হয়েছে ৬৫%৷ অর্থাৎ, প্রতি ১০০ জনে ৬৫ জন জার্মান মনে করেন জোট সরকারের পারফরম্যান্স মোটেই সন্তোষজনক নয়৷ গত মার্চে এমন মানুষ ছিল শতকরা ৪৩ ভাগ৷ তখন শতকরা ৪৪ ভাগ মানুষ বলেছিলেন নতুন সরকারের পারফরম্যান্সে তারা সন্তুষ্ট৷ এখন জার্মানিতে সরকারের কাজে সন্তুষ্ট মানুষ মাত্র ২৭%৷

আইএনএসএ-র জরিপের ফলাফল অনুযায়ী, জার্মানিতে এখন বিরোধী দলগুলোর জনপ্রিয়তা বাড়ছে৷ তাই ২৮% মানুষ বলেছেন দল হিসেবে সিডিইউ এবং সিএসইউ ভালো৷ ক্ষমতাসীনদের মধ্যে গ্রিন পার্টি পেয়েছে ২২% ভোট (আগের চেয়ে ৭% কম), এসপিডি পেয়েছে ১৯% (আগেও ছিল ১৯%) এবং এফডিপি পেয়েছে ৮% ভোট৷

এসিবি/কেএম (এএফপি, ডিপিএ, রয়টার্স)