চেন্নাই টেস্টে ভারতের জয়ের পর কে কী বললেন
চেন্নাইয়ে ২৮০ রানে হেরে গেলো বাংলাদেশ। ৫১৫ রান করতে পারলে জিততো বাংলাদেশ। শেষ ইনিংসে তারা করলো ২৩৪ রান।
সংক্ষিপ্ত প্রতিক্রিয়া কোচ গম্ভীরের
টেস্ট ক্রিকেটে ভারতের কোচ হিসাবে অভিষেক হলো গৌতম গম্ভীরের। ম্যাচ জয়ের পর সামাজিক মাধ্যমে গৌতম গম্ভীর লিখেছেন, ''অসাধারণ সূচনা হলো। বয়েজ, খুব ভালো খেলেছ।''
ভারতীয় অধিনায়কের বক্তব্য
ম্যাচ জেতার পর রোহিত শর্মা বলেছেন, ''অসাধারণ ফল হয়েছে। আমরা অনেকদিন পর টেস্ট খেললাম। কিন্তু আমরা ক্রিকেটের মধ্যে ছিলাম। চেন্নাইতে আমরা এক সপ্তাহ আগে এসেছি। প্র্যাকটিস করেছি। আমরা যে ধরনের ফল চেয়েছিলাম, সেটাই হয়েছে।''
শান্ত যা বললেন
নাজমুল হোসেন শান্ত বলেছেন, ''আমরা প্রথম ইনিংসে ভালো ব্যাট করতে পারিনি। ম্যাচের খুব গুরুত্বপূর্ণ সময়ে আমরা খারাপ খেলেছি। যদি টপ অর্ডার ব্যাটাররা ভালো ব্যাট করতে পারতেন, তাহলে আমরা ভালো অবস্থায় থাকতে পারতাম। টপ অর্ডারের ভালো ব্যাট করাটা সবসময়ই চ্যালেঞ্জ। বিশেষ করে প্রথম ইনিংসে। আমরা চেষ্টা করছি। কিন্তু এখনো কাঙ্খিত ফল পাইনি।''
অশ্বিনের মতে
রবিচন্দ্রন অশ্বিন এই ম্যাচে সে়ঞ্চুরি করেছেন। দ্বিতীয় ইনিংসে ছয় উইকেট নিয়েছেন। ২৭ বার পাঁচ উইকেট নিয়ে তিনি ওয়ার্নকে ধরে ফেললেন। ম্যাচের পর অশ্বিন বলেছেন, ''আমি টেস্ট ক্রিকেটের কাছে গভীরভাবে ঋণী। আমার সামনে চ্যালে়ঞ্জ ছিল। আমি আমার খেলাকে উপভোগ করেছি। যতদিন পারি খেলতে চাই। এভাবেই এখন খেলে যেতে চাই।''
বাংলাদেশের ব্যাটিং কোচের প্রতিক্রিয়া
বাংলাদেশের বোলাররা প্রথম ইনিংসে ভালো বল করেছেন। কিন্তু হতাশ করেছেন ব্যাটাররা। দ্বিতীয় ইনিংসে শান্ত ভালো খেলেছেন। কিন্তু বাকিরা বুমরাহ, অশ্বিনদের সামলাতে পারেননি। ব্যাটিং কোচ ডেভিড হেম্প বলেছেন, ''চেন্নাইয়ের পিচ ভালো ছিল। অশ্বিনের কয়েকটা বল লাফিয়েছে। কিন্তু এই পিচে রান করা যেত। ভারতের কাছে খুব ভালো বোলার আছে। তারা ঘরের মাঠে খেলছে। ফলে আমাদের চ্যালেঞ্জ অনেক বেশি।''
সাকিবের আঘাত বিতর্ক
সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার মুরলী কার্তিক জানিয়েছেন, ''সাকিবের আঙুলে চোট ছিল। তিনি চোট নিয়ে খেলেছেন। যে হাতে তিনি বল করেন, তার আঙুল ফুলে ছিল।'' এরপরই প্রশ্ন ওঠে সাকিব কি চোট নিয়ে খেলেছেন? বাংলাদেশের ব্যাটিং কোচ হেম্প জানিয়েছেন, তিনি এব্যাপ্য়ারে কিছুই জানেন না।
পন্থের সেঞ্চুরি নিয়ে
ভারতের দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করেন ঋষভ পন্থ। গাড়ি দুর্ঘটনায় আহত হওয়ার পর এটাই ছিল পন্থের প্রথম টেস্ট। তিনি বলেছেন, ''এই টেস্টটা আমার কাছে বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল। প্রথমত, আমি চেন্নাইতে খেলতে ভালোবাসি। দ্বিতীয়ত, আমি আঘাত সারিয়ে তিন ফরম্যাটে খেলতে চাইতাম। আঘাতের পর এটাই প্রথম টেস্ট। তাই এখানে রান পেয়ে আমি আবেগাপ্লুত হয়ে পড়েছি।''