1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চেন্নাইতে অশ্বিন-কুলদীপদের সঙ্গে মেহদি-সাকিবের লড়াই

১৮ সেপ্টেম্বর ২০২৪

বৃহস্পতিবার থেকে চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে শুরু হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের প্রথম টেস্ট ম্যাচ।

https://p.dw.com/p/4kjzD
প্র্যাকটিস করছেন বিরাট কোহলি, রোহিত শর্মারা।
বাংলাদেশকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে ভারত। ছবি: R. Satish Babu/AFP/Getty Images

চেন্নাইয়ের পিচে বরাবরই স্পিনাররা সহায়তা পান। ভারতীয় দলেও রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেলের মতো স্পিনাররা আছেন। যারা এই পিচকে জানেন, চেনেন। চেন্নাইয়ের পিচে যাদের সামলানো যে কোনো দলের পক্ষেই কঠিন।

ভারতের অধিনায়ক রোহিত শর্মা অবশ্য বলছেন, ''সকলেই ভারতকে হারাতে চায়। ভারতকে হারিয়ে তারা মজা পায়। আর আমরা বিপক্ষকে হারাতে চাই।''

বাংলাদেশের বিরুদ্ধে ভারতের এই টেস্ট সিরিজ দুইটি কারণে রোহিতদের কাছে গুরুত্বপূর্ণ। প্রথমটা হলো, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে গেলে ঘরের মাঠের এই সিরিজ জেতা খুবই জরুরি। রোহিত বলেছেন, ''ঘরের মাঠে আমরা জিততে চাই। আমার মাথায় একটাই চিন্তা ঘুরছে, কীভাবে জিতব।''

দ্বিতীয় কারণ হলো, নতুন কোচ হিসাবে টেস্টে গৌতম গম্ভীরের অভিষেক ঘটছে চেন্নাই টেস্টেই। কোচ হিসাবে রাহুল দ্রাবিড়ের পর গৌতম গম্ভীর দায়িত্ব নিয়েছেন। তিনিও রোহিতের মতো জিততে চান। খেলোয়াড় ও কোচ হিসাবে তিনি দ্রাবিড়ের থেকে অনেক বেশি আক্রমণাত্মক মনোভাব নিয়ে এগোতে চান।

রোহিত অবশ্য বলেছেন, তিনি গৌতম গম্ভীরকে অনেকদিন ধরে চেনেন। তার ১৭ বছরের ক্রিকেট জীবনে বহু কোচের সঙ্গে কাজ করেছেন। প্রত্যেকের মনোভাব, ধারণা আলাদা। তার সঙ্গে মানিয়ে নেয়াটা জরুরি।

অধিনায়ক রাহুল ইঙ্গিত দিয়েছেন, কে এল রাহুল সম্ভবত এই টেস্টে খেলবেন। তিনি বলেছেন, ''রাহুল খুবই ভালো প্লেয়ার। দক্ষিণ আফ্রিকায় শতরান করেছে। ইংল্যান্ডের বিরুদ্ধে ৮০-র উপর রান করেছে। প্রথম একাদশে ওর না ফেরার কোনো কারণ নেই।''

বিরাট কোহলির সঙ্গে কোচ গৌতম গম্ভীর এবং নির্বাচক কমিটির প্রধান অজিত আগারকর।
টেস্ট ক্রিকেটে কোচ হিসাবে গৌতম গম্ভীরের যাত্রা শুরু হচ্ছে এই ম্যাচ দিয়ে। ছবি: R. Satish Babu/AFP/Getty Images

চেন্নাইয়ের পিচ নিয়ে

ভারতীয় দলে যশপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, আকাশদীপের মতো পেসারও আছে। পেসাররা চেন্নাইয়ের পিচে কতটা সাহায্য পাবেন? নাকি চেন্নাইয়ের পিচে স্পিনাররাই সাহায্য পাবেন?

দুই দলই কোনো ঝুঁকি নিচ্ছে না। তারা দুই পরিস্থিতির কথা ভেবেই নিজেদের প্রস্তুতি নিয়েছে। ভারত ও বাংলাদেশ দুই দলই চেন্নাইয়ে লাল ও কালো মাটির প্র্যাকটিস পিচে অনুশীলন করেছে। লাল মাটির পিচ হলে পেসাররা বাউন্সের সুবিধা পেতে পারেন। কালো মাটির পিচ হলে স্পিনাররা বল বেশি ঘারাতে পারেন।

পিচ যিনি তৈরি করেছেন তিনি বলেছেন, চেন্নাইয়ে তাপমাত্রা ৩৫-৩৬ ডিগ্রি সেলসিয়াস চলছে। তাই প্রচুর জল দেয়া হচ্ছে। গরমে পিচ ফাটলে স্পিনাররা সাহায্য পাবে।

ভারতের স্পিন আক্রমণ খুবই শক্তিশালী। বাংলাদেশ দলেও মেহদি হাসান মিরাজ এবং সাকিব আছেন। বাংলাদেশের কোচ হাথুরুসিংহে বলেছেন, তারা প্রস্তুত। ভারতের মাটিতে ভারতের বিপক্ষে খেলাটা বড় পরীক্ষা। তারা সেই পরীক্ষার জন্য পুরোপুরি তৈরি। তার মতে গত পাঁচ-ছয় বছরে বাংলাদেশের সবচেয়ে উন্নতি করেছেন যে ক্রিকেটার তিনি হলেন মেহদি হাসান মিরাজ।

তাছাড়া পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশ যে খেলাটা খেলেছে, তারপর তাদের হালকাভাবে নেয়ার প্রশ্ন নেই। রোহিতরা তাই বিপক্ষকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন।

জিএইচ/এসজি(পিটিআই, এএনআই)