1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চীনে ছুরি হামলায় নিহত ৩

১ অক্টোবর ২০২৪

চীনের সাংহাইয়ে একটি সুপারমার্কেটে ছুরি হামরায় তিনজন নিহত হয়েছেন৷ সোমবারের এই হামলার ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে৷

https://p.dw.com/p/4lH1d
চীনের সাংহাই শহর
বিশ্ব বাণিজ্যের কেন্দ্র বরে পরিচিত চীনের সাংহাই শহরে ছুরি হামলার ঘটনা বিরলছবি: CFOTO/picture alliance

মঙ্গলবার এক বিবৃতিতে চীনের সংজিয়াং ডিস্ট্রিক্টের পুলিশ জানায়, ৩৭ বছরের হামলাকারীকে আটক করা হয়েছে৷  

জাতীয় দিবস উপলক্ষ্যে দেশটির সপ্তাহব্যাপী ‘গোল্ডেন হলিডে' ছুটি শুরু হওয়ার ঠিক আগে এমন ঘটনা ঘটেছে৷ অবশ্য চলতি বছর চীনের বড় শহরগুলোতে এমন বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটেছিল৷

প্রাথমিক তদন্ত শেষে পুলিশ জানায়, হামলাকারী অর্থনৈতিক বিষয়ে একটি ব্যক্তিগত বিবাদের জেরে এমন হামলার ঘটনা ঘটিয়েছে৷ বিবাদের কারণে তৈরি হওয়া ক্রোধ মেটাতে তিনি হামলার উদ্দেশ্যে সাংহাই আসেন৷ 

গত কয়েক বছরে চীনে এমন হামলার ঘটনা বাড়ছে৷ স্কুলের শিশুরা এসব হামলায় প্রায়ই লক্ষ্যবস্তু হয়ে থাকে৷ সেপ্টেম্বর মাসে দেশটির দক্ষিণাঞ্চলের সেনজেন শহরের একটি স্কুলের বাইরে ছুরি হামলায় এক জাপানি শিক্ষার্থী মারাত্মকভাবে আহত হন৷ তার আগে গত জুন মাসে চীনের পূর্বাঞ্চলীয় সুঝৌ শহরে দুই জাপানি নাগরিকের উপর হামলার ঘটনা ঘটে৷

বিভিন্ন অঞ্চলে এমন হামলার ঘটনা ঘটলেও বিশ্ব বাণিজ্যের কেন্দ্র সাংহাই শহরে অবশ্য এমন ঘটনা বিরল৷

২০২২ সালে এক ব্যক্তি সাংহাইয়ের একটি হাসপাতালে ছুরি নিয়ে হামলা চালালে ১৫জন আহত হয়৷

আরআর/জেডএইচ (রয়টার্স)