1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চীনে গেলে শরীরে এমপক্সের লক্ষণ পরীক্ষা করা হবে

১৬ আগস্ট ২০২৪

চীন শুক্রবার জানিয়েছে, আগামী ছয় মাস পর্যন্ত দেশটিতে যাওয়া ব্যক্তিদের শরীরে এমপক্সের লক্ষণ পরীক্ষা করা হবে৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউএইচও বুধবার এমপক্স নিয়ে বৈশ্বিক জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেছে৷

https://p.dw.com/p/4jXOw
ডিআর কঙ্গোতে এমপক্স আক্রান্ত এক ব্যক্তি
এমপক্সে সংক্রমিত ব্যক্তির ঘনিষ্ঠ সংস্পর্শে মাঙ্কিপক্স ভাইরাস অন্যজনের শরীরে সংক্রমিত হয়ে থাকেছবি: Arlette Bashizi/REUTERS

যেসব দেশে এমপক্সের সংক্রমণ দেখা দিয়েছে সেসব দেশ থেকে আসা মানুষ এবং যাদের মধ্যে এমপক্সের লক্ষণ রয়েছে তাদের চীনে ঢোকার আগে ‘নিজ উদ্যোগে কাস্টমসকে তথ্যগুলো জানানোর' পরামর্শ দিয়েছে চীন৷ এছাড়া এমপক্স আক্রান্ত দেশগুলো থেকে চীনে যাওয়া যানবাহন, কনটেইনার ও পণ্য জীবাণুমক্ত করারও পরামর্শ দেওয়া হয়েছে৷

এদিকে, পাকিস্তানের খাইবার পাখতুনখা প্রদেশের স্বাস্থ্য বিভাগ শুক্রবার তিনজনের শরীরে এমপক্স ভাইরাসের সংক্রমণ পাওয়ার খবর দিয়েছে৷ তিনজনই সংযুক্ত আরব আমিরাত থেকে সম্প্রতি পাকিস্তানে ফিরেছেন৷

একদিন আগে বৃহস্পতিবার সুইডেন তাদের এক নাগরিকের এমপক্সে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছে৷ ইউরোপে এটিই প্রথম এমপক্স সংক্রমণের ঘটনা৷

১৯৭০ সালে আফ্রিকার দেশ ডিআর কঙ্গোতে মানবদেহে প্রথম এমপক্সের সংক্রমণ হয়েছিল৷ পরে সেটি অন্যান্য দেশে ছড়িয়ে পড়ে

২০২৩ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডিআর কঙ্গোতে প্রায় ২৭ হাজার মানুষ এমপক্সে আক্রান্ত হয়েছেন৷ মারা গেছেন ১,১০০-র বেশি মানুষ, যাদের বেশিরভাগই শিশু৷

এমপক্সের জন্য দায়ী মাঙ্কিপক্স ভাইরাস৷ এমপক্স রোগটি আগে মাঙ্কিপক্স নামে পরিচিত ছিল৷ এটি স্মলপক্স বা গুটিবসন্তের জন্য দায়ী ভাইরাসের একই শ্রেণিভুক্ত৷ মাঙ্কিপক্স প্রথম পশু থেকে মানুষে সংক্রমিত হয়৷ কিন্তু বর্তমানে মানুষ থেকে মানুষেও সংক্রমণ ঘটছে৷

এমপক্সে সংক্রমিত ব্যক্তির ঘনিষ্ঠ সংস্পর্শে মাঙ্কিপক্স ভাইরাস অন্যজনের শরীরে সংক্রমিত হয়ে থাকে৷ এমন সংস্পর্শের মধ্যে রয়েছে শারীরিক সম্পর্ক, ত্বকের স্পর্শ, কাছাকাছি থেকে কথা বলা বা শ্বাসপ্রশ্বাস৷ এ ভাইরাসে আক্রান্ত ব্যক্তির উপসর্গ ফ্লুর মতো৷ রোগের একপর্যায়ে শরীরে ফুসকুড়ি দেখা দেয় এবং এটি প্রাণঘাতী হয়ে উঠতে পারে৷

জেডএইচ/এসিবি (রয়টার্স, এএফপি)