1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চীনা গ্র্যান্ড প্রিক্স জিতলেন জেনসন বাটন

১৮ এপ্রিল ২০১০

চীনা গ্র্যান্ড প্রিক্স এ প্রথম হলেন ব্রিটিশ ফর্মুলা ওয়ান তারকা জেনসন বাটন৷ রোববার ম্যাকলারেন দলের হয়ে তিনি এই রেসে অংশ নেন৷ দ্বিতীয় হয়েছেন একই দলের স্বদেশী লুইস হ্যামিল্টন৷

https://p.dw.com/p/MzW2
জেতার পর বাটনছবি: AP

মোট ৫৬ ল্যাপের এই রেস শেষ করতে বাটন সময় নেন এক ঘন্টা ৪৬ মিনিট ৪২ সেকেন্ড৷ হ্যামিল্টন সময় নেন তার চেয়ে এক সেকেন্ড বেশি৷ পুরো রেসের দৈর্ঘ্য ছিল সর্বমোট ৩০৫ কিলোমিটারেরও বেশি৷ বিজয়ের পর পর বাটন স্বভাবতই ছিলেন বেশ উৎফুল্ল৷ তিনি বলেন, এটা আমার কাছে অনেক কিছু৷ পুরো রেসটা বেশ দুরুহ তবে আমরা তা ঠিকভাবেই শেষ করেছি৷

এদিকে রেসে তৃতীয় হয়েছেন মার্সিডিজের জার্মান চালক নিকো রোসবার্গ৷ তার পরে ছিলেন ফেরারির ফার্নান্ডো আলোনসো৷ আরেক জার্মান চালক সেবাস্টিয়ান ফেটেল হয়েছেন ষষ্ঠ৷ তবে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন এবং ফর্মুলা ওয়ানের সবচেয়ে বড় তারকা মিশায়েল শুমাখারের অবস্থান বেশ হতাশাজনক৷ তিনি নয়জনের পরে রেস শেষ করেছেন৷

পুরো রেসে দুই বার দুর্ঘটনা ঘটে৷ প্রথম ল্যাপেই ফোর্স ইন্ডিয়া, বিএমডব্লিউ সাউবার এবং টরো রোসোর তিনটি গাড়ি একসঙ্গে আঘাত হানে৷ ২২ তম ল্যাপে টরো রোসোর জেইমি আলগুয়েরসুয়ারির গাড়ি ট্র্যাক থেকে ছিটকে যায়৷ তবে কোন ধরণের ক্ষতি থেকে বেঁচে গেছেন সংশ্লিষ্ট চালকরা৷

প্রতিবেদক: রিয়াজুল ইসলাম, সম্পাদনা: জাহিদুল হক