dw.com এর বেটা সংস্করণ ভিজিট করুন৷ আমাদের কাজ এখনো শেষ হয়নি! আপনার মতামত সাইটটিকে আরো সমৃদ্ধ করতে পারে৷
তাইওয়ানকে নিজেদের অংশ মনে করে চীন৷ এ দাবি সংহত করতে আন্তর্জাতিক চাপ প্রয়োগেও পিছপা হয় না দেশটি৷ যেকোনো মুহূর্তে সামরিক সংঘাতের আশঙ্কা রয়েছে তাইওয়ানের৷ আর সে লড়াইয়ের প্রস্তুতি হিসাবে নৌবাহিনীতে ‘ফ্রগম্যান’ নামের একটি চৌকষ ইউনিট গড়ে তোলা হয়েছে৷