1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চিকিৎসকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ

১৯ নভেম্বর ২০১৯

১৮৪ জনের অভিযোগের ভিত্তিতে শুরু হয়েছে তদন্ত৷ দেখা গেছে, প্রায় ৩০ বছর ধরে এই কুকর্ম চালিয়ে গেছেন ফ্রান্সের এই সার্জন৷

https://p.dw.com/p/3TI0g
ছবি: picture-alliance/dpa/ABACA/M. Thibaud

সোমবার তদন্তকারীরা জানান, অন্তত ২৫০ শিশুকে যৌন হেনস্থা করেছেন বর্তমানে অবসরপ্রাপ্ত এক সার্জন৷ ফ্রান্সের পশ্চিমাঞ্চলে ঘটেছে এই ঘটনা৷

সার্জনের বিরুদ্ধে উঠেছে ধর্ষণ ও যৌন হয়রানির মতো গুরুতর অভিযোগ৷ ২০১৭ সালের মে মাস থেকে সেই সার্জন রয়েছেন পুলিশি হেফাজতে৷ ১৯৮৯ থেকে ২০১৭ সাল পর্যন্ত তার পড়শির ছয় বছর বয়সি মেয়েসহ আরো চারজনকে যৌন হেনস্থার খবর প্রকাশ হলে গ্রেপ্তার করা হয় তাকে৷

তদন্ত শুরু হলে দেখা যায়, প্রায় ২৫০ জনের সাথেই এমন কাজ করেছেন তিনি৷ ১৮৪ জন লিখিত অভিযোগ দায়ের করলে জানা যায়, ঘটনার সময় ১৮১ জনই ছিল অপ্রাপ্তবয়স্ক৷

একটি ডায়েরিতে অল্প বয়সি ছেলেমেয়েদের সাথে কী কী করেছেন তিনি, তা বিস্তারিত লিখে রাখতেন সেই সার্জন৷ তার বাসায় তল্লাশি চালানোর পর এই ডায়েরির সাথে সাথে বাজেয়াপ্ত করা হয়েছে শিশু পর্নোগ্রাফির সামগ্রী ও নানা ধরনের যৌন পুতুল (সেক্স ডল) ও পরচুলা৷

পুলিশের আইনজীবী জানাচ্ছেন, অভিযোগকারীদের মধ্যে ২০৯ জন স্পষ্ট বিবরণ দিয়েছেন সেই সার্জনের কুকর্মের, যার ভিত্তিতে চলছে  বিচারপ্রক্রিয়া৷

এসএস/এসিবি (এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য