dw.com এর বেটা সংস্করণ ভিজিট করুন৷ আমাদের কাজ এখনো শেষ হয়নি! আপনার মতামত সাইটটিকে আরো সমৃদ্ধ করতে পারে৷
দিনের বেলা চাবি মেরামতি কিংবা দর্জির দোকান৷ রাত হলেই বদলে যায় হোটেলে৷ অস্ট্রিয়ার ভিয়েনায় পর্যটকদের রাত্রি যাপনের এমন অনেক ব্যবস্থা আছে৷ নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে অতিথিরা সেগুলো খুঁজে নিতে পারেন৷ এতে খরচ কম পড়বে, সঙ্গে স্থানীয় জীবন যাপন দেখার সুযোগতো আছেই৷