1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চলে গেলেন শীর্ষ বন্দ্যোপাধ্যায়

১৮ মে ২০২১

ডয়চে ভেলে বাংলার সঙ্গে যুক্ত সাংবাদিক এবং বিশিষ্ট লেখক শীর্ষ বন্দ্যোপাধ্যায় চলে গেলেন।

https://p.dw.com/p/3tWrm
শীর্ষ বন্দ্যোপাধ্যায়
ছবি: privat

প্রয়াত সাংবাদিক শীর্ষ বন্দ্যোপাধ্যায়। দীর্ঘদিন ডয়চে ভেলের সঙ্গে কাজ করেছেন তিনি। এছাড়াও কলকাতার বিভিন্ন সংবাদপত্র এবং টেলিভিশনে সাংবাদিক হিসেবে কাজ করেছেন। সোমবার রাতে নিজের বাড়িতেই আকস্মিক মৃত্যু হয় তার।

সাংবাদিক ছাড়াও লেখক হিসেবে বিশেষ পরিচিতি ছিল শীর্ষ বন্দ্যোপাধ্যায়ের। তার 'শার্দুল সুন্দরী' উপন্যাস পাঠক মহলে নজর কেড়েছিল। এরপর একাধিক গল্প এবং উপন্যাস প্রকাশিত হয়েছে তার। সাংবাদিক হিসেবে কাজ করতেন আজকাল পত্রিকায়। তার আগে কলকাতা টিভি, স্টার আনন্দ (এখন এবিপি আনন্দ) গণমাধ্যমে কাজ করেছেন তিনি। দীর্ঘদিন জার্মানির কোলনে ডয়চে ভেলেতে কাজ করেছেন তিনি। পরে ডয়চে ভেলের কলকাতা প্রতিনিধি হিসেবে কাজ করতেন। নির্বাচনের সময়ও একের পর এক গুরুত্বপূর্ণ রিপোর্ট লিখেছেন ডয়চে ভেলের জন্য।

অসুস্থ ছিলেন না শীর্ষ। সোমবার রাত পর্যন্ত বন্ধুদের সঙ্গে কথা বলেছেন। ফেসবুকে পোস্ট করেছেন। রাতে হৃদরোগে আক্রান্ত হন। বাথরুমে পড়ে যান। সেখান থেকেই তার মৃতদেহ উদ্ধার করে পরিবার। তার বয়স হয়েছিল ৫৪।

শীর্ষ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কলকাতার সাংবাদিক এবং সাহিত্য মহলে শোকের ছায়া নেমে এসেছে। সমাজ মাধ্যমে বিস্ময় প্রকাশ করছেন তার বন্ধু এবং অনুরাগীরা। শীর্ষ রেখে গেলেন এক মেয়ে এবং স্ত্রীকে।