1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চলে গেলেন বলিউডের চিরসবুজ দেব আনন্দ

৪ ডিসেম্বর ২০১১

বলিউডের চিরসবুজ খ্যাত অভিনেতা দেব আনন্দ আর নেই৷ রোববার লন্ডনে আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে চিরবিদায় নিয়েছেন এই বলিউড কিংবদন্তী৷

https://p.dw.com/p/13MIR
দেব আনন্দছবি: AP

মৃত্যুর সময় দেব আনন্দের বয়স হয়েছিলো ৮৮ বছর৷ তবে এই বয়সেও বিভিন্ন অনুষ্ঠানে তার সরব উপস্থিতি দেখা গেছে৷ তবে বেশ কিছুদিন ধরে তার স্বাস্থ্যের অবস্থা ভালো যাচ্ছিলো না৷ তাই স্বাস্থ্য পরীক্ষার জন্য তিনি লন্ডন গিয়েছিলেন৷ কিন্তু দেশের মাটিতে আর ফেরা হলো না তার৷

‘হাম এক হ্যায়'- এ চলচ্চিত্রের মাধ্যমে ১৯৪৬ সালে রূপালি জগতে পা রাখেন দেব আনন্দ৷ চমৎকার অভিনয় দিয়ে দর্শকদের মুগ্ধ করে বলিউডে নিজের অবস্থানকে পাকাপোক্ত করেন দেব আনন্দ৷ তাঁর উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে- পেইং গেস্ট, বাজি, জুয়েল থিফ, সিআইডি, জনি মেরা নাম, আমির গরিব, ওয়ারেন্ট, দেশ পরদেশ ইত্যাদি৷ ভারতের চলচ্চিত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য ২০০১ সালে দেব আনন্দকে পদ্মভূষণ খেতাব দেয় সরকার৷ ২০০২ সালে মর্যাদাপূর্ণ ‘দাদাসাহেব ফালকে' সম্মাননাও পান তিনি৷

দেব আনন্দের মৃত্যুতে শোক জানিয়ে বলিউডের আরেক কিংবদন্তী অমিতাভ বচ্চন বলেছেন, তাঁর মৃত্যুতে বলিউডের একটি যুগের সমাপ্তি ঘটলো৷

প্রিসলির হারিয়ে যাওয়া কন্যা দাবি করে মামলা

Lisa Marie Presley
লিসা মেরি প্রিসলি এলভিস প্রিসলির কন্যা নয়!ছবি: AP

কিংবদন্তী রক অ্যান্ড রোল তারকা এলভিস প্রিসলির কন্যা হিসেবেই সবাই চেনে লিসা মেরি প্রিসলিকে৷ কিন্তু সুইডেনের লিসা জোহানসেন নামে এই নারী দাবি করলেন, লিসা মেরি নয় তিনিই প্রিসলির আসল মেয়ে৷

শুধু দাবিই করেননি, সুইডেনের আদালতে ১৩০ মিলিয়ন ডলারের একটি মামলাও ঠুকে দিয়েছেন ৪৩ বছর বয়সী লিসা জোহানসেন৷ তিনি দাবি করেছেন, এলভিস প্রিসলির আসল কন্যা আমি, লিসা মেরি প্রিসলি নন৷ ১৯৭৭ সালে বাবা মারা যাওয়ার পর অপহরণের আশংকায় আমাকে লিসা মেরির সঙ্গে অদল-বদল করা হয়েছিলো এবং বাধ্য হয়েই আমাকে সুইডেন পাঠিয়ে দেওয়া হয়েছিলো৷ আমার মা প্রিসিলা প্রিসলি৷' এতদিন ধরে বয়ে চলা মানসিক যন্ত্রণা ও মানহানির কারণেই তিনি প্রিসলির আত্মীয় স্বজনদের বিরুদ্ধে মামলা করেছেন বলে জানান লিসা জোহানসন৷

এই ঘটনার পর প্রিসলি পরিবারের আইনজীবী মার্টিন সিঙ্গার বলেছেন, ‘লিসা জোহানসেনের দাবি মোটেও সত্য নয়৷ প্রিসলি পরিবারের সঙ্গে নিজেকে জড়াতেই এমন মনগড়া কাহিনী ফেঁদেছেন তিনি৷'

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

গত ২৩ সেপ্টেম্বর ওপর থেকে তোলা ছবিতে ক্রাইমিয়ার সবচেয়ে বড় শহর সেভাস্তোপোল
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

প্রথম পাতায় যান