1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঘৃণা ছড়ানোর দায়ে আচরণ শিখছেন রাজনীতিবিদ

২ ডিসেম্বর ২০১৮

‘হেট স্পিচ’, অর্থাৎ ঘৃণা ছড়ানোর মতো বক্তব্য দেয়ার অভিযোগে অস্ট্রিয়ার এক কট্টরপন্থি কাউন্সিলরকে অনলাইনে ভালো আচরণ শেখার একটি বিশেষ কোর্সে অংশ নেয়ার নির্দেশ দিয়েছে আদালত৷

https://p.dw.com/p/39DT2
প্রতীকী ছবিছবি: DW/P. Böll

ফেসবুকে বর্ণবাদী মন্তব্য করার অভিযোগে অস্ট্রিয়ার উত্তরাঞ্চলের শহর আমস্টেটেনের কাউন্সিলর ব্রুনো ভেবের বিরুদ্ধে মামলা হয়৷ অস্ট্রিয়ার সরকারি রেলওয়ে কোম্পানি ওইবিবি'র এক বিজ্ঞাপন প্রচারণার বিরুদ্ধে ফেসবুকে ঐ মন্তব্য করেছিলেন তিনি৷ বিজ্ঞাপনের পোস্টারে উল্লেখ ছিল পরিবার নিয়ে ভ্রমণ করলে কী কী ছাড় পাওয়া যাবে৷ সেখানে দুই জন পুরুষের ছবি ছিল৷ তাঁদের একজন কৃষ্ণাঙ্গ৷ কৃষ্ণাঙ্গ ব্যক্তির সঙ্গে ছিল একটি শিশু৷ ভেবের কৃষ্ণাঙ্গ ঐ পুরুষ ও শিশুটির ছবি পোস্ট করে এটাকে ‘নোংরা' হিসেবে উল্লেখ করেছেন৷ 

লিঞ্জ আদালতে ভেবের উপস্থিত হলে বিচারক বলেন, অপরাধী হিসেবে দণ্ড থেকে তিনি রেহাই পেতে পারেন, যদি অনলাইনে কীভাবে ভালো আচরণ প্রদর্শন করতে হয়, সে সম্পর্কে একটি কোর্সে অংশ নেন৷ 

সেরকম একটি ৬ মাসের কোর্স আছে৷ সেই কোর্সে অনলাইনে ঘৃণা বক্তব্য রোধে কী কী করা উচিত সে সম্পর্কে শিক্ষা দেয়া হয়৷ পাশাপাশি অংশগ্রহণকারীদের আচরণে কী এবং কেন ভুল ছিল সে সম্পর্কেও জানানো হয়৷ এছাড়া তারা কীভাবে অন্যদের আঘাত বা ঘৃণা প্রদর্শন না করে অনলাইনে বক্তব্য ও মতামত দিতে পারে, সে সম্পর্কে জানানো হয়৷

আগামী দুই বছর ভেবেরের আচরণ পর্যবেক্ষণ করা হবে৷ দুই বছর পর যদি তার আচরণে ইতিবাচক পরিবর্তন হয়, তাহলেই কেবল তার বিচারপ্রক্রিয়া বন্ধ হবে৷ ভেবের আদালতের এই প্রস্তাব গ্রহণ করেছেন এবং আক্রমণাত্মক মন্তব্য করার কারণ জানাতে গিয়ে বলেছেন, সেইরাতে অনেকগুলো বিয়ার খেয়ে লিখতে বসেছিলেন বলে ‘বাড়াবাড়ি' হয়েছে৷

অস্ট্রিয়ার বিচার মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০১৭ সালে ঘৃণা বক্তব্য ছড়ানোর অভিযোগে ৮২৭টি মামলা হয়েছে৷ ২০১৫ সালে এমন মামলা হয়েছিল ৫১৬টি৷

এপিবি/এসিবি (এপি, এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া (ফাইল ফটো)
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

প্রথম পাতায় যান