1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

ঘুস

ঘুস অনেকটাই যেন সামাজিক স্বীকৃতি পেয়ে গেছে বাংলাদেশে৷ টিআইবি'র এক গবেষণায় দেখা গেছে, বিভিন্ন সেবা পেতে বছরে প্রায় নয় হাজার কোটি টাকা ঘুস দিতে হয় সাধারণ মানুষকে৷ তবে ৯০ ভাগ মানুষ ঘুসের বিরুদ্ধে দাঁড়াতে চান৷

ঘুস অনেকটাই যেন সামাজিক স্বীকৃতি পেয়ে গেছে বাংলাদেশে৷ টিআইবি'র এক গবেষণায় দেখা গেছে, বিভিন্ন সেবা পেতে বছরে প্রায় নয় হাজার কোটি টাকা ঘুস দিতে হয় সাধারণ মানুষকে৷ তবে ৯০ ভাগ মানুষ ঘুসের বিরুদ্ধে দাঁড়াতে চান৷ গড়ে ৯৯ দশমিক ৬ শতাংশ মানুষ সরকারি প্রতিষ্ঠানের কাছে সেবা নিতে যান৷ ২০১৬ সালে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) বাংলাদেশের ১৬টি সেবাখাতে ঘুস নিয়ে একটি জরিপ প্রকাশ করে৷ জরিপে দেখা যায়, স্বাস্থ্য, শিক্ষা, আইনশৃঙ্খলা, বিদ্যুৎ, গ্যাস, পাসপোর্ট ও বিচারিকসহ ১৬টি খাতের সেবা পেতে বছরে ৮ হাজার ৮২১ কোটি ৮০ লাখ টাকা ঘুস দিতে হয় সেবা প্রার্থীদের৷ জরিপে অংশ নেয়া নাগরিকদের ৬৭ দশমিক ৮ শতাংশ মানুষ সেবা পেতে ঘুস দেয়ার কথা জানিয়েছেন৷ আর ৫৮ দশমিক ১ শতাংশ জানিয়েছেন যে তারা ঘুস দিতে বাধ্য হয়েছেন৷

আরও প্রতিবেদন দেখান...