1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গ্রেনেড মামলায় পুলিশের তিন সাবেক আইজি কারাগারে

৪ জুলাই ২০১১

একুশে আগষ্টের গ্রেনেড মামলায় আজ ঢাকার আদালতে আত্মসমর্পণের পর পুলিশের সাবেক ৩ আইজিকে কারাগারে পাঠানো হয়েছে৷ তারা হলেন শহুদুল হক, আশারাফুল হুদা এবং খোদা বখশ চৌধুরী৷

https://p.dw.com/p/11oZa
High Court building in dhaka, bangladesh, Foto: Harun Ur Rashid Swapan/DW, eingepflegt: Januar 2011, Zulieferer: Mohammad Zahidul Haque
ঢাকা হাইকোর্টছবি: DW/Harun Ur Rashid Swapan

তাদের পক্ষে আদালতে জামিন আবেদন করা হলে আদালত তা নাকচ করেন৷ রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, এরা ৩ জনই আসামিদের পালিয়ে যেতে সহায়তা করেন৷

২০০৪ সালের ২১শে আগষ্ট বঙ্গবন্ধু এভিনিউতে গ্রেনেড হামলার সময় পুলিশের আইজি ছিলেন শহুদুল হক৷ আশারাফুল হুদা ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার এবং খোদা বখশ চৌধুরী ছিলেন গোয়েন্দা বিভাগের প্রধান৷ পরে খোদা বখশ চৌধুরী ২০০৪ সালের ডিসেম্বরে এবং আশারাফুল হুদা ২০০৫ সালের নভেম্বরে পুলিশের আইজি হিসেবে পদোন্নতি পান৷ ইতিমধ্যে তারা সবাই চাকরি থেকে অবসর নিয়েছেন৷ তাদের বিরুদ্ধে গ্রেনেড মামলায় রোববার গ্রেফতারি পরওয়ানা জারি করা হলে আজ তারা আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন৷ ঢাকা মহানগর হাকিম কেশব চন্দ্র রায় তাদের জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়ে দেন৷

Bangladesch
বিরোধী দলের নেত্রী খালেদা জিয়াছবি: Mustafiz Mamun

রাষ্ট্রপক্ষের আইনজীবী এ্যাডভোকেট রেজাউর রহমান জানান, এই ৩ পুলিশ কর্মকর্তা ঘটনায় সময় পুলিশের দায়িত্বশীল পদে থাকার পরও তারা আসামিদের পালিয়ে যেতে সহায়তা করেছেন৷ ঘটনার পরও তারা আলামত নষ্টের চেষ্টাসহ নানা অপরাধে জড়িয়ে পডেন বলে অভিযোগ৷ মামলার চার্জশিটে তা স্পষ্ট করা হয়েছে৷

পুলিশের সাবেক ৩ আইজি'র জন্য আদলাতে জামিন আবেদন করেন ব্যারিস্টার রফিকুল হক৷ তিনি বিচারাধীন মামলার ব্যাপারে বিস্তারিত কথা বলতে চাননি৷ তবে তিনি বলেন, এই ৩ আসামির বিরুদ্ধে সুনির্দিষ্ট কোন অভিযোগ নেই৷

এদিকে ২১শে আগষ্টের গ্রেনেড মামলায় তারেক রহমানকে আসামি করায় বিএনপি আজ সারা দেশে প্রতিবাদ কর্মসূচি পালন করে৷ ঢাকায় এক প্রতিবাদ সমাবেশে বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদীন ফারুক বলেছেন, এভাবে ছেলেদের বিরুদ্ধে মামলা দিয়ে খালেদা জিয়াকে দুর্বল করা যাবেনা৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক