1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গ্রিস থেকে শরণার্থীরা জার্মানিতে

৩০ অক্টোবর ২০২০

গ্রিস থেকে আরো শরণার্থী শিশু এবং তাদের পরিবার জার্মানি এসে পৌঁছেছে৷ তাদের জার্মানির বিভিন্ন রাজ্যে ভাগ করে রাখা হবে৷

https://p.dw.com/p/3keMU
ফাইল ছবিছবি: Reuters/C. Baltas

বৃহস্পতিবার গ্রিস থেকে আরো ৬৬ জন শরণার্থী জার্মানির হানোফার বিমানবন্দরে পৌঁছেছে৷ ৬৬ জনের মধ্যে রয়েছে ১৩টি পরিবার এবং অভিভাবকহীন ১৮জন শিশু৷ এপ্রিল মাস থেকে এখন পর্যন্ত গ্রিস থেকে জার্মানিতে আসা শরণার্থীর সংখ্যা দাঁড়ালো এক হাজার ৭৫ জন৷

গ্রিসের মোরিয়া শরণার্থী শিবিরে আগুন লাগার পরে, সাহায্যের প্রয়োজন এরকম এক হাজার ৫৫৩ জন শরণার্থীকে গ্রহণ করার সিদ্ধান্ত নেয় জার্মানি৷ তাছাড়া জার্মানি অভিভাবকহীন ১৫০ জন শিশুকেও আশ্রয় দেবে৷ ইউরোপীয় ত্রাণ কার্যক্রমের অংশ হিসাবে জার্মানি গ্রিস থেকে ২৪৩জন অসুস্থ শিশুসহ তাদের পরিবারকেও আশ্রয় দেবে৷ 

এনএস/এসিবি (কেএনএ)

গতবছর জুলাইয়ের ছবিঘরটি দেখুন...