1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
Alternativenergie Alternativenergie; Energie; Solarenergie; Technologie; Windenergie; alternativ; alternative; alternativer; alternatives; elektrizität; energie; energieerzeugung; energien; erneuerbar; erneuerbare; erneuerbarer; erneuerbares; gegenlicht; growian; leistung; regenerativ; regenerative; regenerativer; regeneratives; solar; solarenergie; solarzelle; solarzellen; sonne; sonnenenergie; sonnenkraft; strom; stromerzeugung; stromlieferant; technik; technologie; voltaik; wind; windenergie; windenergien; windkraft; windkraftanlage; windpark; windrad; zukunft; Alternative; Energy; Power; Solar; Technology; Wind; back; cell; cells; electricity; energies; energy; farm; future; generation; light; power; renewable; supplier; technology; turbine; voltaic; windmill
ছবি: picture-alliance

নবায়নযোগ্য জ্বালানির জোয়ার

গেরো রুটার/এসবি
১৯ জানুয়ারি ২০১৩

নবায়নযোগ্য জ্বালানি শুধু জার্মানির মধ্যে সীমাবদ্ধ নেই৷ গোটা বিশ্বেই বিকল্প জ্বালানির ব্যবহার মূল স্রোতের অংশ হয়ে উঠছে৷ ‘গ্লোবাল ফিউচার রিপোর্ট’-এ বিশেষজ্ঞরা এই প্রবণতার একটি সার্বিক চিত্র তুলে ধরেছেন৷

https://p.dw.com/p/17NKi

কয়লা বা তেলের মতো জীবাশ্ম ভিত্তিক জ্বালানি অথবা পরমাণু শক্তির ভবিষ্যৎ যে অন্ধকার, গোটা বিশ্বেই ক্রমশ সেই উপলব্ধি ছড়িয়ে পড়ছে৷ হাতেনাতে তার ফলও পাওয়া যাচ্ছে৷ প্রতি বছর বিকল্প জ্বালানির ক্ষেত্রে যে পরিমাণ বিনিয়োগ করা হচ্ছে, তার অঙ্ক সংখ্যা কয়লা ও পরমাণু ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলির জন্য সম্মিলিত বিনিয়োগের তুলনায় বেশি৷ এই প্রবণতা আরও বাড়বে বলে বিশেষজ্ঞরা মনে করছেন৷

ক্রিস্টিনে লিন্স-এর মতে, গোটা বিশ্বে বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে বিকল্প জ্বালানির মাত্রা ইতিমধ্যেই প্রায় ২৫ শতাংশ ছুঁয়েছে৷ তিনি একবিংশ শতাব্দীর নবায়নযোগ্য জ্বালানি নেটওয়ার্কের প্রধান৷ ‘রেন২১' নামের এই সংস্থা তাদের বাৎসরিক রিপোর্টে গোটা বিশ্বের প্রবণতা তুলে ধরে এবং জ্বালানি ব্যবস্থায় পরিবর্তনের বিষয়ে শলা-পরামর্শ দেয়৷ সম্প্রতি ভবিষ্যৎ সম্পর্কে পূর্বাভাষ দিয়ে তারা এক বিশেষ রিপোর্ট প্রকাশ করেছে৷

Week 3/13 Environment: Global trend in sustainable energy - MP3-Mono

এ প্রসঙ্গে ক্রিস্টিনে লিন্স বললেন, ‘‘নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারের ক্ষেত্রে জার্মানির ভূমিকা নেতৃস্থানীয়৷ আমরা এটাও লক্ষ্য করছি যে উদীয়মান শক্তিধর ও উন্নয়নশীল দেশগুলিতেই নবায়নযোগ্য জ্বালানির বিকাশ ঘটছে সবচেয়ে বেশি মাত্রায়৷ ইতিমধ্যে প্রায় ১২০টিরও বেশি দেশে বিকল্প জ্বালানির বিকাশের জন্য প্রয়োজনীয় রাজনৈতিক পরিস্থিতি প্রস্তুত৷ এর মধ্যে অর্ধেকেরও বেশি উন্নয়নশীল দেশ৷ আরেকটি লক্ষণীয় বিষয় হলো, এশিয়া এ ক্ষেত্রে সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে৷''

‘গ্লোবাল ফিউচার রিপোর্ট' অনুযায়ী নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে বিনিয়োগের প্রশ্নে চীনের অবস্থান শীর্ষে৷ আগামী দশকগুলিতেও এর কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই৷ বিশেষ করে বায়ু ও সৌর বিদ্যুতের ক্ষেত্রে তারা বিশাল অঙ্কের অর্থ ঢালছে৷

শহরাঞ্চল ও ছোট এলাকায় পরিবেশ-বান্ধব জ্বালানির সরবরাহের প্রবণতা সবচেয়ে বেশি৷ গোটা বিশ্বে এমন প্রায় ৪,৫০০ শহর ও জনপদ চিহ্নিত করা গেছে৷ বিভিন্ন পদ্ধতিতে তারা অগ্রসর হচ্ছে৷ ঘরবাড়িতে জ্বালানি সাশ্রয় থেকে শুরু করে সাইকেল, পথচারী ও জন পরিবহনকে গাড়ির তুলনায় অগ্রাধিকার দেওয়ার মতো পদক্ষেপ নিচ্ছে তারা৷ নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারও বাড়াচ্ছে তারা৷

‘রেন২১'-এর প্রধান ক্রিস্টিনে লিন্স মনে করেন, এর ফলে শহর কর্তৃপক্ষ ও নাগরিকদের অনেক সুবিধা হচ্ছে৷ তাঁর মতে, ‘‘প্রথমত জ্বালানি আমদানির উপর শহরগুলির নির্ভরতা অনেক কমে আসছে৷ স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান বাড়ছে৷ এর ফলে পরিবেশ সংরক্ষণও হচ্ছে৷ প্রায় সব সমীক্ষায় দেখা যাচ্ছে, মানুষ এমন বিকল্প জ্বালানির ব্যবহার চান৷ শহর ও আঞ্চলিক পর্যায়ে জ্বালানি সংক্রান্ত পরিকল্পনার ক্ষেত্রে এমন মনোভাবের প্রতিফলন ঘটছে৷''

বিদ্যুৎ, বাড়িঘর গরম রাখার জন্য উত্তাপ, শিল্পক্ষেত্র ও পরিবহন – গোটা বিশ্বে এই মুহূর্তে এই সব ক্ষেত্রে প্রায় ১৭ শতাংশ জ্বালানির চাহিদা মেটাচ্ছে বিকল্প জ্বালানি৷ বিশেষজ্ঞদের মতে, ২০৫০ সালের মধ্যে এই অনুপাত আরও অনেক বেড়ে যাবে৷

গ্রিনপিস ইন্টারন্যাশানাল-এর স্ভেন টেস্কে ভবিষ্যতের এক রূপরেখা তুলে ধরতে গিয়ে বললেন, ‘‘সৌরশক্তি ও বায়ুশক্তির অনুপাত হবে বিশাল – দুটি উৎস থেকেই ২০ থেকে ২৫ শতাংশ করে জ্বালানি পাওয়া যাবে৷ নবায়নযোগ্য জ্বালানির বাকিটা আসবে বায়ো মাস, জলশক্তি, জিও থার্মাল উৎস থেকে৷ আমাদের বিশ্বাস, ২০৫০ সালের মধ্যে গোটা বিশ্বের প্রায় ৮০ শতাংশ চাহিদা মেটাবে বিকল্প জ্বালানি৷''

Title : Dust Storm in Iran Schlagwörter: Iran, Baghdad, Dust, Dust Storm, Microbial contamination, Khozestan, Ahvaz Bildbescheibung : In recent years, dust storms coming from western neighboring countries are drastically increased dust storms and affecting western and even central part of Iran. This phenomenon is caused a lot of environmental and socio-economic problems. Quelle: Fars
জলবায়ু পরিবর্তন রোধে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে হবেছবি: Fars

এই প্রবণতার সপক্ষে আর্থিক সুবিধাও একটা বড় ভূমিকা পালন করছে৷ গত কয়েক বছরে বিশেষ করে সৌরশক্তি ও বায়ুশক্তি থেকে জ্বালানির মূল্য অনেক কমে গেছে৷ এমনকি জীবাশ্মভিত্তিক ও পরমাণু জ্বালানির তুলনায় এর মূল্য এখনই অনেক কম৷ বিশেষজ্ঞদের মতে, আগামী কয়েক দশকে বিকল্প জ্বালানি আরও সস্তা হয়ে যাবে৷ তা সত্ত্বেও কিছু বাধা দূর করতে হবে৷ যেমন অনেক দেশে বিকল্প জ্বালানির সপক্ষে রাজনৈতিক সদিচ্ছা এখনো তৈরি হয় নি৷

তাছাড়া নবায়নযোগ্য জ্বালানির উপযুক্ত অবকাঠামো, তার বাজার তৈরি করতে হবে৷ এখনো পর্যন্ত বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রেই বিকল্প জ্বালানির সাফল্য সবচেয়ে বেশি৷ বাড়িঘর গরম রাখার জন্য উত্তাপ এবং পরিবহন ক্ষেত্রে এর প্রয়োগ এখনো সীমিত৷ ভবিষ্যতে নতুন ঘরবাড়িতে জ্বালানির চাহিদা হবে অনেক কম৷ ছাদের উপর সৌর প্যানেল থেকেই সেই চাহিদার সিংহভাগ মেটানো যাবে৷ আগামী দশক থেকে পরিবহন ক্ষেত্রেও ইলেকট্রিক যানবাহনের সংখ্যা বাড়বে বলে বিশেষজ্ঞরা আশা করছেন৷ চীন ও ভারতের মতো বাজারে এমন গাড়ির চাহিদা এখনই তৈরি হয়েছে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

প্রতীকী ফাইল ফটো

জেসমিনের পরিবারের কোনো দাবি নেই, মামলাও করবে না

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ
প্রথম পাতায় যান