গুহার মধ্যে বাতের ব্যথা কমানোর ব্যবস্থা | অন্বেষণ | DW | 11.07.2017
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages
বিজ্ঞাপন

অন্বেষণ

গুহার মধ্যে বাতের ব্যথা কমানোর ব্যবস্থা

বাতের ব্যথা জীবনের একটা দীর্ঘ সময় ধরে পীড়া দিতে পারে৷ সাময়িক স্বস্তি ছাড়া চূড়ান্ত সমাধানের আশা বড়ই কঠিন৷ জার্মানির এক গুহার বাতাস রোগীদের জন্য স্বস্তি নিয়ে আসছে৷ বিজ্ঞানীরা এ বিষয়ে আরও গবেষণা করছেন৷

রাইনার ব্লুমব্যার্গকে নিয়মিত ডাক্তারের কাছে যেতে হয়৷ ২৮ বছর বয়স থেকে তিনি ক্রনিক পিঠের ব্যথায় ভুগছেন৷ এখনো পর্যন্ত কোনো ওষুধে কাজ হয় নি৷ ব্লুমব্যার্গ বলেন, ‘‘আসলে প্রায় ২৮ বছর ধরে পিঠের ব্যথায় ভুগছি৷ এখন জানা গেছে সেটা অ্যাংকিলোসিং স্পন্ডিলাইটিস৷ তার সঙ্গে গাউট আর অস্টিওপোরোসিসও ধরা পড়েছে৷’’

রাইনার ব্লুমব্যার্গ-এর আপাতত একটাই আশা – পুরানো এক খনি৷ গত শতাব্দীতে শ্রমিকরা এখানে হাড়ভাঙা পরিশ্রম করতেন৷ সেখানে এখন বাতের রোগের নিরাময় করা হয়৷ ইউরেনিয়াম ভাঙলে ব়্যাডন নামের যে তেজস্ক্রিয় গ্যাস সৃষ্টি হয়, সেটাই এই চিকিৎসার চাবিকাঠি৷ এই গ্যাসের ঘনত্ব বেশি হলে ফুসফুসের ক্যানসার হয়৷ কিন্তু কম ডোজ বা পরিমাণ আশ্চর্য ফল দিতে পারে৷

বাড ক্রয়েৎসনাখ শহরে জার্মানির একমাত্র খনি অবস্থিত, যেখানে পাথরের মধ্যে জমা ব়্যাডন গ্যাস কাজে লাগিয়ে রোগ নিরাময় করা হয়৷ বাতের রোগীরা নিঃশ্বাসের মাধ্যমে সেখানকার বাতাস গ্রহণ করেন৷ তাতে আশ্চর্য ফল পাওয়া যায়৷ অনেক রোগী বার দশেক সেখানে বসার পর বেশ কয়েক বছরের জন্য বাতের ব্যথা থেকে মুক্তি পেয়েছেন৷ বাত বিশেষজ্ঞ ড. হান্স ইয়োকেল বলেন, ‘‘বিংশ শতাব্দীর শুরুতে এই শহরের এক ফার্মাসিস্ট এই গুহার মধ্যে পরীক্ষা চালিয়ে দেখেছিলেন, যে সেখানে যথেষ্ট পরিমাণ ব়্যাডন রয়েছে৷ ১৯১২ সাল থেকে তিনি সেখানে চিকিৎসা শুরু করেন৷’’

ব়্যাডন শরীরের উপর ঠিক কী প্রভাব রাখে, তা আজও জানা যায়নি৷ ডার্মস্টাট শহরে হেল্মহলৎস ইন্সটিটিউটের বিজ্ঞানীরা ব়্যাডন বিকিরণ থেরাপির প্রভাব ও ঝুঁকি পরীক্ষা করতে চান৷ ব্যথা তাড়ানোর চিকিৎসার উন্নতি করা অথবা নতুন করে গড়ে তোলাই ড. ক্লাউডিয়া ফুর্নিয়ের লক্ষ্য৷ বায়ো পদার্থবিদ ড. ক্লাউডিয়া ফুর্নিয়ে বলেন, ‘‘অন্যদিকে তথাকথিত ব়্যাডন সুইমিং পুলে অনেক কম ডোজে ব়্যাডন থাকে, যেখানে স্নান করা যায়৷ অথবা গুহার মধ্যে সরাসরি নিঃশ্বাস-প্রশ্বাসের মাধ্যমে ক্রনিক রোগীরা তা গ্রহণ করতে পারেন৷’’

গবেষকরা তাঁদের গবেষণার জন্য আলাদা একটি ব়্যাডন কামরা তৈরি করেছেন৷ সেখানে ইঁদুরদের বাত সারাতে তাদের উপর বিকিরণ করা হয়৷ ব়্যাডন ডিকম্পোজিশন বা ভাঙনের ফলে যে পদার্থ সৃষ্টি হয়, তা নিয়েও গবেষকদের আগ্রহ রয়েছে৷ সেগুলি শরীরে মধ্যে জমা হয় ও তেজস্ক্রিয় বিকিরণ ঘটায়৷ গবেষকদের অনুমান, এই আলফা-বিকিরণ শরীরের প্রতিরোধ ক্ষমতা চাঙ্গা করে তোলে৷

ফ্লুরোসেন্ট মার্কারের মাধ্যমে আলফা পার্টিকেলের অস্তিত্বের প্রমাণ পাওয়া যায়৷ প্রাথমিক পরীক্ষায় বিজ্ঞানীরা এর মধ্যেই দেখতে পেয়েছেন, যে ব়্যাডন চিকিৎসার পর ইঁদুরের জয়েন্ট আবার সচল হয়ে উঠেছে৷ এই চিকিৎসার কার্যকরিতা পরীক্ষার মাধ্যমে প্রমাণ হয়ে গেল৷ গুহার বাতাস গ্রহণ করে রোগীদেরও ঠিক একই উপলব্ধি হয়ে আসছে৷ ফলে রাইনার ব্লুমব্যার্গ ভবিষ্যতে বেদনামুক্ত হয়ে বেঁচে থাকার আশা করতে পারেন৷

নির্বাচিত প্রতিবেদন

সংশ্লিষ্ট বিষয়

বিজ্ঞাপন