1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কোণঠাসা আইএস

৬ জুন ২০১৬

সিরিয়া ও ইরাকে তথাকথিত ইসলামিক স্টেট-এর বিরুদ্ধে সংগ্রামে সম্প্রতি একাধিক সাফল্য সত্ত্বেও তাদের শক্তি পুরোপুরি ক্ষয় হয়নি৷ তবে ‘বিশ্বাসঘাতক'-দের শাস্তির ঘটনা তাদের দুর্বলতাও দেখিয়ে দিচ্ছে৷

https://p.dw.com/p/1J1EX
ফালুজা
ছবি: picture alliance/AP Photo/O. Sami

Iraq: the battle for Fallujah shifts to city centre

প্রবল চাপের মুখে সার্বিকভাবে আইএস নিজস্ব শিবিরে ঐক্য বজায় রাখতে পারছে না বলে বিভিন্ন ইঙ্গিত পাওয়া যাচ্ছে৷ আর্থিক অনটন, পরাজয়সহ বিভিন্ন কারণে যোদ্ধারা পালানোর চেষ্টা করছে৷ গুপ্তচর সন্দেহে তাদের অনেককে হত্যাও করা হচ্ছে৷

আইএস-এর হাত থেকে ফালুজা শহর পুনর্দখল করতে ইরাকের সেনাবাহিনী লড়াই চালিয়ে যাচ্ছে৷ যেসব নিরীহ মানুষ শহর ছেড়ে পালাবার চেষ্টা করছে, তাদের দিকে লক্ষ্য করে গুলি চালাচ্ছে আইএস যোদ্ধারা৷ ইউফ্রেটিস নদীর পেরোতে গিয়ে অসংখ্য মানুষ নিহত হয়েছে৷ নরওয়েজিয়ান রেফিউজি কাউন্সিল এই অভিযোগ জানিয়েছে৷

উল্লেখ্য, গত মে মাস থেকেই সামরিক অভিযান চলছে৷ তবে শহরে প্রায় ৫০ হাজার নিরীহ মানুষ আটকে পড়ায় এবং আইএস-এর প্রবল প্রতিরোধের ফলে সাফল্য আসছে না৷ তবে রবিবার ইরাকি বাহিনী শহরের দক্ষিণ প্রান্ত দখল করতে সক্ষম হয়েছে৷ মোসুল শহর দখলের উদ্যোগে অবশ্য বিলম্ব ঘটছে৷

ফালুজায় এখনো সাফল্য না এলেও সিরিয়ায় মনবিজ শহর আইএস-এর দখল থেকে মুক্ত করতে অগ্রগতির খবর পাওয়া যাচ্ছে৷ কমপক্ষে ১৫০ আইএস যোদ্ধা নিহত হয়েছে বলে মার্কিন-সমর্থিত এক গোষ্ঠীর এক মুখপাত্র দাবি করেছেন৷ তাঁর মতে, অনেক যোদ্ধা সপরিবারে শহর ছেড়ে পালিয়ে যাচ্ছে৷ ফলে শহরে তাদের দখলে থাকা বাড়িঘর খালি হয়ে যাচ্ছে৷

সিরিয়ার সরকারি সূত্র অনুযায়ী, সেনাবাহিনী আইএস-নিয়ন্ত্রিত এলাকার রাজধানী বলে পরিচিত রাকা শহর দখলের ক্ষেত্রে অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে৷ শহরের কাছে আরও এলাকা সরকারি বাহিনীর দখলে চলে এসেছে৷ তারা তকবা সামরিক বিমান ঘাঁটির কাছাকাছি এসে পড়েছে বলে জানিয়েছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস৷ গত বুধবার থেকে রাকা দখল অভিযান শুরুর পর থেকে কমপক্ষে ৭০ জন আইএস যোদ্ধা নিহত হয়েছে বলে তাদের দাবি৷

এদিকে তুরস্কসহ মার্কিন কোয়ালিশন বাহিনীর হামলায় সিরিয়ায় কমপক্ষে ৭ জন আইএস যোদ্ধা নিহত হয়েছে বলে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা দাবি করছে৷ সীমান্তে এবং আজাজ শহরে এসব হামলার মাধ্যমে তুরস্কের বিরুদ্ধে হামলার প্রস্তুতিও বানচাল করা হয়েছে বলে এই রিপোর্টে উল্লেখ করা হয়েছে৷

এসবি/এসিবি (এএফপি, রয়টার্স, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন শুক্রবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেন
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

জার্মানি

প্রথম পাতায় যান