গুগলে যৌন নিপীড়ন, ৪৮ কর্মী ছাঁটাই
বৃহস্পতিবার এই টেক জায়ান্টের প্রধান নির্বাহী সুন্দর পিচাই এক বিবৃতিতে জানান যে, গত দু'বছর ধরে কোম্পানি ৪৮ কর্মীকে যৌন অসদাচরণের দায়ে চাকরিচ্যুত করেছে৷ ওই কর্মীদের মধ্যে ১৩ জন জ্যেষ্ঠ কর্মকর্তা৷
‘‘সম্প্রতি আমরা অনেক পরিবর্তন এনেছি৷ যারা কর্তৃত্বের পর্যায়ে আছেন, তাদের অসদাচরণের বিষয়টি খুব কঠোরভাবে দেখা হচ্ছে,’’ পিচাই বলেন৷
সম্প্রতি দ্য নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনের পর গুগলের এই ঘোষণাটি এলো৷ সেই প্রতিবেদনে লেখা হয়েছে যে, অ্যান্ড্রয়েড নির্মাতা অ্যান্ডি রুবিনের বিরুদ্ধে একজন গুগল কর্মী যৌন হেনস্থার অভিযোগ আনেন৷
‘‘আমরা একটি নিরাপদ ও সহমর্মিতামূলক কর্মপরিবেশ তৈরিতে বদ্ধপরিকর৷ আমরা এটা নিশ্চিত করতে চাই যে, যৌন নিপীড়ন বা অন্যায় আচরণের প্রতিটি অভিযোগ খতিয়ে দেখি আমরা এবং তদন্ত করি এবং সে অনুযায়ী ব্যবস্থা নিই,’’ পিচাই বলেন৷
কয়েক বছর ধরে সিলিকন ভ্যালিতে যৌন অসদাচরণ একটি বড় ইস্যু হয়ে দেখা দিয়েছে৷ সম্প্রতি একটি জরিপে সেখানকার প্রায় ৯০ ভাগ নারী অভিযোগ করেছেন যে, তাঁরা অফিসে বা কনফারেন্সগুলোতে নারীর প্রতি বৈষম্যমূলক আচরণ দেখেছেন৷
গুগলের মতো বড় কোম্পানিগুলো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেবার পরও নারীরা তা যথেষ্ট মনে করছেন না৷
জেডএ/এসিবি (এএফপি, রয়টার্স)
১৯ অক্টোবরের ছবিঘরটি দেখুন..