গাঁদা ফুলের শুভেচ্ছা সবাইকে | পাঠক ভাবনা | DW | 25.11.2010
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

গাঁদা ফুলের শুভেচ্ছা সবাইকে

গাঁদা ফুলের শুভেচ্ছা রইল, সকালের অনুষ্ঠানে এই প্রজন্ম আমার কাছে ভীষণ ভাল লেগেছে৷ শাহ মোঃ ফেরদৌস হাসান নাজমুল, গাইবান্ধা, বাংলাদেশ৷

default

আপনারা সব সময় বলে থাকেন যে, আমরা শ্রোতাদের কাছ থেকে সমালোচনামূলক চিঠি চাই, কিন্তু আমি বারবার এ ধরনের চিঠি দিয়েও তার কোন উত্তর পাই না, কেন? আর হ্যাঁ, আমরা নিয়মিতভাবে মতামত পাঠাই৷ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে, মাঝে মাঝে আমাদের লেখাগুলো প্রকাশ করা হয় না কেন? মোঃ ওবায়দুল্লাহ পিন্টু, রেইনবো শ্রোতা সংঘ আমলা, মিরপুর, কুষ্টিয়া, বাংলাদেশ৷

উত্তর: প্রায় প্রতিটি ইমেইল আমাদের ওয়েবসাইটে আপনাদের মতামত পাতায় তুলে দেওয়া হয়, মাঝে মাঝে তো বাদ যেতেই পারে, তাইনা?

সুপ্রিয় বন্ধুরা, আজকে রাতে মিডিয়াম ওয়েভে বাংলাদেশে জার্মান বিনিয়োগকারীরা চায় সুশাসন, বিহারের বিধান সভা নির্বাচন, দুই কোরিয়ার উত্তেজনা পরিস্থিতি, মারণব্যাধি এইডস প্রতিরোধের নতুন অসুধের ওপর রিপোর্ট, শবনম মুশতারির কণ্ঠে নজরুল গীতি এবং ফিচারপর্ব পশ্চিমের জানালায় সাবেক কমিউনিস্ট পূর্ব জার্মানির সাম্যবাদও জাতিবিদ্বেষ সম্পর্কে ও খেলার খবরে এশিয়াডে দুই কোরিয়ার কোচ/ খেলোয়াড়দের মধ্যে বন্ধত্বপূর্ণ ব্যবহারের ওপর প্রতিবেদনটি শুনে আমরা ক্লাবের সবাই ভীষণ খুশি হয়েছি তবে আজকে মিডিয়াম ওয়েভের শ্রবণমান ছিল খুব খারাপ, যার ফলে খুব কষ্ট করে অনুষ্ঠান শুনেছি- মোখলেসুর রহমান, কুষ্টিয়া,বাংলাদেশ৷

হাইতির কলেরা মহামারিতে কাজে লাগছে বাংলাদেশের অভিজ্ঞতা, কলেরার মতো রোগকে কীভাবে মোকাবিলা করতে হয় ‘ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়রিয়া ডিজিজ রিসার্চ' বা আইসিডিডিআরবি'র কল্যাণে এখন তা জানে বাংলাদেশের মানুষ৷ বাংলাদেশের এই অভিজ্ঞতা এখন কাজে লাগানো হচ্ছে হাইতির কলেরা মহামারিতে৷ প্রতিবেদনটি আমাদের কাছে অনেক ভালো লেগেছে৷ বাংলাদেশের অভিজ্ঞতা বিদেশে কাজে লাগানো হচ্ছে এটা আমাদের জন্য যেমন গর্বের বিষয় তেমনি বিশ্বকে আমাদের সামর্থ্যের কথা জানানোর একটি গুরুত্বপূর্ণ বার্তাও বটে৷ স্বাস্থ্য খাতে এটি বাংলাদেশের জন্য একটি বড় অর্জন বলে আমরা মনে করি৷ এই ধরনের সু-সংবাদ ডয়চে ভেলের মাধ্যমে বিশ্বব্যাপী তুলে ধরায় ডয়চে ভেলেকে আন্তরিক অভিনন্দন জানাই৷ তসলিমা বেগম, শাহাদাত হোসেন, আল-ইকরাম-কদর, মাষ্টার ফজলুল করিম, সেরাং বাড়ি, উত্তর-পূর্ব হরিশপুর, সন্দ্বীপ, চট্টগ্রাম,বাংলাদেশ৷ 

আমরা জানি এই সুন্দর অনুষ্ঠান ও ওয়েবসাইট উপহার দিতে গিয়ে আপনারা সবাই প্রচুর পরিশ্রম করে থাকেন, ধন্যবাদ দেওয়ান রফিকুল ইসলাম, নওগাঁ, বাংলাদেশ৷

খুব মজা পাচ্ছি , ছবি খুঁজুন, পুরস্কার জিতুন প্রতিয়োগিতায় অংশ নিতে গিয়ে, অনেক কিছু জানতে পারছি, এই সুযোগে নানা খবরাখবর জানা হয়ে যাচ্ছে, সুনীল বরণ দাস, রাঘবপুর, পানপাড়া, নদীয়া, ভারত৷