dw.com এর বেটা সংস্করণ ভিজিট করুন৷ আমাদের কাজ এখনো শেষ হয়নি! আপনার মতামত সাইটটিকে আরো সমৃদ্ধ করতে পারে৷
মাদকবিরোধীরা ক্যানাবিস অর্থাৎ গাঁজাকে খারাপ বলে মনে করেন৷ আবার কেউ কেউ গাঁজা সেবনকে সমর্থন করেন৷ তাদের দাবি, শণের মতো শুকনো গাছটির নানা অংশ নিরাময় করতে পারে৷ কয়েক দশক ধরে পুরাণের নানা গল্পে রয়েছে গাঁজা-চরসের উল্লেখ৷
আরকেসি/জেডএইচ