dw.com এর বেটা সংস্করণ ভিজিট করুন৷ আমাদের কাজ এখনো শেষ হয়নি! আপনার মতামত সাইটটিকে আরো সমৃদ্ধ করতে পারে৷
তৃণা লাহিড়ী ক্যানসার আক্রান্ত হওয়ার পর নিজের পেপার আর্ট দেশে-বিদেশে বিক্রি করে সেই অর্থ দিয়ে গরিব ক্যান্সার রোগীদের চিকিৎসার খরচ জোগান৷
প্রখ্যাত শিল্পী চণ্ডী লাহিড়ীর কন্যা৷ স্রেফ নরুন দিয়ে কেটে পেপার আর্ট তৈরি করেন৷ যেদিন আবিষ্কার করলেন নিজে ক্যানসার আক্রান্ত, তার কিছুদিন পরেই কলেজে পড়ানোর কাজে ইস্তফা দিয়ে শুরু করলেন এক অসম্ভব কাজ৷ পেপার আর্ট দেশে-বিদেশে বিক্রি করে গরিব ক্যানসার রোগীদের চিকিৎসার খরচ জোগানোর৷ তিনি বলেন, এর ফলে তাঁদের ভালোবাসায় তিনি উপকৃত হচ্ছেন বেশি৷