1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

খেমার রুজ গণহত্যা করেছে

১৬ নভেম্বর ২০১৮

কম্বোডিয়ায় খেমার রুজ শাসনামলে প্রায় ১৭ লক্ষ মানুষের প্রাণ যাওয়ার ঘটনাকে ‘গণহত্যা' বলে রায় দিয়েছে সে দেশের জাতিসংঘ সমর্থিত এক আদালত৷ ১৯৭৫ থেকে ১৯৭৯ সালের মধ্যে এই হত্যাকাণ্ড ঘটেছিল৷

https://p.dw.com/p/38OvZ
ছবি: AP

খেমার রুজ-এর পোশাকি নাম ছিল ‘কমিউনিস্ট পার্টি অফ কাম্পুচিয়া'৷ পল পটের নেতৃত্বাধীন ঐ শাসনমালে শহরের মানুষদের জোর করে গ্রামে নিয়ে গিয়ে কৃষিকাজ করানো হতো৷ কারণ, ঐ সরকারের লক্ষ্য ছিল, একটি ‘সোশ্যালিস্ট অ্যাগ্র্যারিয়ান রিপাবলিক' গঠন করা৷ অর্থাৎ, এমন একটি দেশ, যার অর্থনীতির ভিত্তি হবে কৃষি৷ আর দেশটি চলবে সমাজতান্ত্রিক ব্যবস্থায়৷

সরকারের কাজের যাঁরা বিরোধিতা করতেন, তাঁদের হত্যা করা হতো৷ সবমিলিয়ে পল পটের শাসনামলে প্রায় ১৭ লক্ষ মানুষকে হত্যা করা হয়েছিল, যা সেই সময়কার কম্বোডিয়ার জনসংখ্যার প্রায় এক চতুর্থাংশ৷

এই হত্যাকাণ্ডের বিচার করতে ১৯৯৭ সালে জাতিসংঘের সমর্থনে একটি আদালত গঠন করা হয়েছিল৷ তার পরের বছর অন্তরীণ থাকা অবস্থায় মারা যান পল পট৷ তবে অনেকে মনে করেন, পল পট আত্মহত্যা করেছিলেন৷

Kambodscha Anführer der Roten Khmer erstmals wegen Völkermordes verurteilt
নুয়ন চিয়াছবি: Reuters/ECCC

শুক্রবার আদালতের রায়ে পল পটের বেঁচে থাকা দুই সহযোগী - নুয়ন চিয়া (৯২) ও খিউ সাম্পানকে (৮৭) - মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়৷ অবশ্য দু'জনই ইতিমধ্যে অন্য মামলায় অভিযুক্ত হয়ে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন৷

Kambodscha Anführer der Roten Khmer erstmals wegen Völkermordes verurteilt
খিউ সাম্পানছবি: Reuters/ECCC

তাঁদের বিরুদ্ধে রায় ঘোষণার সময় আদালতের বিচারক নিল নন বলেন, ‘‘জাতিগত ভিয়েতনামি ও চ্যাম মুসলমানদের বিরুদ্ধে গণহত্যা সংঘটিত হয়েছে বলে প্রমাণ পাওয়া গেছে৷’’

জেডএইচ/এসিবি (এএফপি, এপি, ডিপিএ)