dw.com এর বেটা সংস্করণ ভিজিট করুন৷ আমাদের কাজ এখনো শেষ হয়নি! আপনার মতামত সাইটটিকে আরো সমৃদ্ধ করতে পারে৷
অকর্মার ধাড়ি, কুমিরের কান্না, ডুমুরের ফুল, পটল তোলা – এসব বাংলা ভাষার কিছু জনপ্রিয় বাগধারা৷ জার্মান ভাষায়ও এমন অনেক বাগধারা রয়েছে৷ তার মধ্যে জনপ্রিয় কয়েকটির পরিচয় পাওয়া যাবে ছবিঘরে৷