1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘‘ক্ষুধার্ত বায়ার্ন আরো শিরোপা চায়’’

৬ জানুয়ারি ২০১৪

গত বছর পাঁচটি শিরোপা জেতার পরেও ক্ষুধা মেটেনি বায়ার্ন মিউনিখের৷ চলতি বছর তাই আরো শিরোপা চায় সেদল৷ বায়ার্ন অধিনায়ক ফিলিপ লাম এক সাক্ষাৎকারে জানিয়েছেন দলের এই মনোভাবের কথা৷

https://p.dw.com/p/1AlZT
FIFA Klub Weltmeisterschaft Bayern München vs Raja Casablanca
ছবি: Reuters

বায়ার্ন মিউনিখের ওয়েবসাইটে প্রকাশিত সাক্ষাৎকারে লাম বলেন, ‘‘আমরা আবারো বিভিন্ন প্রতিযোগিতার ফাইনালে যেতে চাই, কাপগুলো জিততে চাই৷ আমাদের সাফল্য ধরে রাখা অনেক চ্যালেঞ্জের হবে৷''

২০১৩ সালে চ্যাম্পিয়ন্স লিগ, ক্লাব ওয়ার্ল্ড কাপ, ইউরোপীয় সুপার কাপ, বুন্ডেসলিগা এবং জার্মান কাপে শিরোপা জয় করে রেকর্ড গড়ে বায়ার্ন৷ এ রকম সাফল্যের পুনরাবৃত্তিই এখন দলটির জন্য বড় বিষয়৷ সাক্ষাৎকারে সেকথা স্বীকার করেন লাম৷ তিনি বলেন, ‘‘একইরকম সাফল্য পরের বছরগুলোতে দেখানো প্রায় অসম্ভব৷ তবুও চেষ্টা করবো আমরা৷''

FIFA Klub Weltmeisterschaft Bayern München vs Raja Casablanca
অপ্রিতিরোধ্য বায়ার্ন...ছবি: Reuters

বর্তমানে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে রয়েছে বায়ার্ন মিউনিখ৷ বুন্ডেসলিগাতেও শীর্ষ রয়েছে সেদল৷ টেবিলে থাকা দ্বিতীয় দলের সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান সাত৷ আর জার্মান কাপের কোয়ার্টার ফাইনাল অবধি পৌঁছে গেছে বায়ার্ন৷

২০১৩ সালে মাত্র তিনটি ম্যাচে হারে বায়ার্ন মিউনিখ৷ বুন্ডেসলিগায় তারা শেষবার হেরেছিল ২০১২ সালের অক্টোবরে, বায়ার লেভারকুজেনের কাছে৷ পুরো একটি মৌসুম অপরাজিত থাকার রেকর্ড গড়ার সুযোগও রয়েছে দলটির সামনে৷ তবে লাম এসব রেকর্ডের চেয়ে খেলার দিকেই গুরুত্ব দিচ্ছেন বেশি৷ তিনি বলেন, ‘‘শুনতে হালকা মনে হলেও বলতে চাই, আমরা একবারে শুধু একটি খেলা নিয়ে চিন্তা করি৷ রেকর্ড ভাঙা নিঃসন্দেহে আনন্দের৷ তবে আমাদের মূল লক্ষ্য সেটা নয়৷''

লাম বলেন, ‘‘সব দলই খেলায় হারে৷ আমরা আমাদের হারকে যতটা সম্ভব দূরে ঠেলে দিতে চাই৷''

জার্মানির সবচেয়ে সফল ফুটবল ক্লাবের এই অধিনায়ক অতীতের দু'টি খেলার কথা উল্লেখ করে বলেন, ‘‘আমরা এখন ভালো অবস্থানে রয়েছি, তবে এটি আরো ভালো করা সম্ভব৷ ম্যানচেষ্টার সিটি এবং লেভারকুজেনে অনুষ্ঠিত দু'টি খেলায় আমরা দেখেছি কি করা সম্ভব৷ এ রকম সাফল্য আমাদের আরো দেখাতে হবে৷''

উল্লেখ্য, জার্মানির জাতীয় দলেরও অধিনায়ক ফিলিপ লাম৷ এর আগে এক সাক্ষাৎকারে বিশ্বকাপ নিয়ে ভাবনার কথা জানান তিনি৷ লাম মনে করেন, বিশ্বকাপ জিততে চাইলে জার্মান দলকে সবদিক থেকে ভালো করতে হবে৷ কেননা সেখানে প্রতিপক্ষকে দুর্বল ভাবার কোনো সুযোগ নেই৷

এআই/ডিজি (ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

বাংলাদেশ ভারত সীমান্তে বিএসএফের টহল
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ
প্রথম পাতায় যান