ক্যাপিটল ভবনে হামলা কী ভাবে হলো, তা জানতে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিল মার্কিন কংগ্রেস। সোমবার হাউসের স্পিকার ন্যান্সি পেলোসি এই ঘোষণা করেছেন। ৯/১১-র পরে এভাবেই তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। পেলোসি জানিয়েছেন, ২০০১ সালে নিউ ইয়র্ক এবং পেন্টাগনে হামলার পরে যেভাবে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল, এবারেও ঠিক সেভাবেই তদন্ত কমিটি গঠন করা হবে।
৬ জানুয়ারি ট্রাম্পের বক্তৃতা শোনার পরে তাঁর সমর্থকরা ক্যাপিটল ভবনে হামলা চালিয়েছিল। ঘটনায় পাঁচ জনের মৃত্যু হয়েছিল। ক্যাপিটলের নিরাপত্তা নিয়ে একটি রিপোর্ট দিয়েছেন মার্কিন সেনাবাহিনীর লেফটন্যান্ট জেনারেল রাসেল হনরে। সেই রিপোর্ট রিপোর্টের ভিত্তিতেই নতুন তদন্ত কমিটি তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
-
ট্রাম্প সমর্থকদের তাণ্ডবে ক্যাপিটলে যত ক্ষয়ক্ষতি
যা হয়েছিল
বুধবার মার্কিন যুক্তরাষ্ট্রের সংসদভবন ক্যাপিটলে ঢুকে পড়লেন উত্তেজিত ডনাল্ড ট্রাম্প সমর্থকরা৷ পুলিশের বাধা না মেনে দখল নেন ক্যাপিটল ভবনের একতলার৷ বিক্ষোভকারীদের থামাতে পুলিশ প্রথমে কাঁদানে গ্যাস ও পেপার স্প্রে ব্যবহার করে৷ পরে, বাধ্য হয়ে গুলি চালায়৷ সব মিলিয়ে ক্যাপিটল ভবন ও সংবাদমাধ্যমের নানা সম্পত্তির অনেক ক্ষতি হয়৷
-
ট্রাম্প সমর্থকদের তাণ্ডবে ক্যাপিটলে যত ক্ষয়ক্ষতি
রক্তাক্ত ক্যাপিটল
নির্বাচনের ফলাফল নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প সমর্থকদের ক্রোধের আঁচ সাবেক মার্কিন প্রেসিডেন্ট জ্যাকারি টেলরের আবক্ষমূর্তিতেও লেগেছে৷ ক্যাপিটলের ভেতরে হাতাহাতির ফলে রক্তপাত ঘটে, সেই রক্ত দেখা যাচ্ছে প্রেসিডেন্ট টেলরের মূর্তির গায়েও৷
-
ট্রাম্প সমর্থকদের তাণ্ডবে ক্যাপিটলে যত ক্ষয়ক্ষতি
ভাঙচুর যত
বুধবার টেলিভিশন থেকে ইন্টারনেট সর্বত্র ছেয়ে ছিল ক্যাপিটলে ভাঙচুরের ছবি৷ বিক্ষুব্ধরা শুধু ক্যাপিটলের বিভিন্ন দরজা, জানালার কাঠ-কাঁচ ভেঙেই থামেনি, ভেতরের মূল পোডিয়ামও কাঁধে করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে তারা৷ একটি ভিডিওতে দেখা যায় কয়েক শতক পুরোনো আসবাব, ঝাড়বাতি সব টেনে মাটিতে ফেলে দিতে৷
-
ট্রাম্প সমর্থকদের তাণ্ডবে ক্যাপিটলে যত ক্ষয়ক্ষতি
যা বলছেন প্রত্যক্ষদর্শীরা
ক্যাপিটলে উপস্থিত হাউস প্রতিনিধি জেসন ক্রো বলেন, ‘‘আমাদের চারদিক থেকে ঘিরে ফেলা হয়৷ পালাবার পথ ছিল না৷ যখন আমি ইরাক বা আফগানিস্তানে লড়ছিলাম, তখনও আমি এতটা ভীত হয়েছিলাম৷ এরপর আর কখনো এমন অনুভূতি হয়নি৷ কিন্তু সেই সময় আমার সামনে লড়ে বিপদ থেকে বেরোবার পথ ছিল৷ লড়ার জন্য ক্যাপিটলে আমার পকেটের কলম ছাড়া আর কোনো অস্ত্র ছিল না৷’’
-
ট্রাম্প সমর্থকদের তাণ্ডবে ক্যাপিটলে যত ক্ষয়ক্ষতি
আক্রান্ত সংবাদমাধ্যম
শুধু ক্যাপিটলের ভেতরে নয়, বাইরে থাকা সংবাদমাধ্যমের কর্মীরাও আক্রান্ত হয়েছেন৷ বিভিন্ন সংবাদমাধ্যমের ক্যামেরা, মাইক ভাঙা হয়েছে৷ সাংবাদিকদের গালিও দেওয়া হয়৷ ওপরের ছবিতেও তার প্রতিফলন৷ ক্যাপিটলের দরজার ওপরে লেখা ‘মার্ডার দ্য মিডিয়া!’
-
ট্রাম্প সমর্থকদের তাণ্ডবে ক্যাপিটলে যত ক্ষয়ক্ষতি
সন্ত্রাস ও মৃত্যু
বুধবারের ঘটনায় এখন পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে৷ এর মধ্যে, রয়েছেন এক পুলিশকর্মীও৷ ভাঙচুর, মারামারি ও হাতাহাতির ভয়াবহতার কারণে মার্কিন তদন্ত সংস্থা এফবিআই বুধবারের ঘটনাকে ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়েছে৷
পেলোসি জানিয়েছেন, কমিটি মূলত দুইটি কাজ করবে। এক, কীভাবে হামলা হলো, তা খতিয়ে দেখবে। দুই, ক্যাপিটলের নিরাপত্তার বিষয়টি নিয়ে বিস্তারিত রিপোর্ট দেবে। রাসেলের রিপোর্টেও ক্যাপিটলের নিরাপত্তা নিয়ে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে বলে জানা গেছে।
ট্রাম্পই প্রথম মার্কিন প্রেসিডেন্ট যাঁর বিরুদ্ধে দুইবার অভিশংসন প্রস্তাব নেওয়া হয়েছে। দ্বিতীয়বার ক্যাপিটলের ঘটনার জন্য তাঁর বিরুদ্ধে ওই প্রস্তাব আনা হয়েছিল। কংগ্রেসে অভিশংশন হলেও সেনেটে শেষ পর্যন্ত বেঁচে গিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট। তবে রিপাবলিকানদের একটি অংশ ডেমোক্র্যাটদের সমর্থন করে প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছিলেন।
রিপাবলিকানদের বড় অংশ সেনেটে অভিশংসনের বিরুদ্ধে ভোট দিলেও ক্যাপিটল দাঙ্গার জন্য তাঁরা ট্রাম্পকেই দায়ী করছেন। এই পরিস্থিতিতে ক্যাপিটল ঘটনার জন্য স্বাধীন কমিটি গঠন গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
এসজি/জিএইচ (এপি, রয়টার্স)