1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
অপরাধযুক্তরাষ্ট্র

ক্যাপিটলে প্রথম ঢোকা দাঙ্গাকারীর শাস্তি

২৮ আগস্ট ২০২৪

ক্যাপিটল দাঙ্গায় জড়িত মাইকেল স্পার্কসকে সাজা দিলে যুক্তরাষ্ট্রের আদালতের। ২০২১ সালে স্পার্কস প্রথম ক্যাপিটলে ঢোকেন।

https://p.dw.com/p/4jzQU
২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটলে দাঙ্গার ছবি।
ক্যাপিটলে প্রথম ঢোকা দাঙ্গাকারীকে শাস্তি দিলো যুক্তরাষ্ট্রের আদালত।ছবি: Samuel Corum/Getty Images

ক্যাপিটলে বেআইনিভাবে ঢুকে দাঙ্গা করার অপরাধে মাইকেল স্পার্কসের ৫৩ মাসের জেল ও দুই হাজার ডলার জরিমানা হয়েছে

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৪৭ বছর বয়সি স্পার্কস  ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটলের দাঙ্গাকারীদের মধ্যে প্রথম ভিতরে ঢুকেছিলেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিচারক টিমোথি কেলি তার রায়ে বলেছেন, জনসাধারণের প্রবেশ যেখানে নিয়ন্ত্রিত, সেই জায়গায় ঢুকে নাশকতামূলক কাজ করার জন্য এবং নাগরিক অস্থিরতা তৈরির জন্য স্পার্কসকে ৫৩ মাসের কারাদণ্ড ও দুই হাজার ডলার জরিমানা করা হয়েছে।

ক্যাপিটলের নজরদারি ভিডিওতে দেখা গেছে, স্পার্কস জানালা দিয়ে ঢুকে মেঝেতে লাফিয়ে নামছেন। অন্যরা চিৎকার করে তাকে ঢুকতে মানা করেছিলেন। কিন্তু সেনেটের দরজার পাশের জানালা দিয়ে স্পার্কস ভিতরে ঢুকে পড়েন বলে সরকারি আইনজীবী জানিয়েছেন।

সামাজিক মাধ্যমে যা লিখেছিলেন

ক্যাপিটলে ঢুকে স্পার্কস চিৎকার করে বলেছিলেন, 'এটা আমাদের অ্যামেরিকা'। তিনি তখন প্রচণ্ড উত্তেজিত ছিলেন। তার আগে তিনি সামাজিক মাধ্যমে লিখেছিলেন, ''আমরা গৃহযুদ্ধ চাই''।

মার্কিন বিচারবিভাগ জানিয়েছে, ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটলে দাঙ্গার অভিযোগে এক হাজার ৪৮৮ জনের বিরুদ্ধে অভিয়োগ দায়ের করা হয়েছে।

সেদিন সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থকরা ওয়াশিংটনে মার্কিন কংগ্রেসে হামলা করে। ততক্ষণে বাইডেনের কাছে ট্রাম্পের হারের খবর চলে এসেছে।

ক্যাপিটলে দাঙ্গার জেরে পাঁচজন মারা গেছিলেন। একজন পুলিশ অফিসারকে পিটিয়ে মারা হয়, একজন দাঙ্গাকারী গুলিবিদ্ধ হয়ে মারা যান, তাণ্ডবের সময় তিনজন মারা যান।

জিএইচ/এসজি(এপি, এএফপি, রয়টার্স)