ক্যানাডায় ভয়াবহ দাবানলে ধ্বংস পর্যটনস্থল
১০০ মিটার উঁচু আগুনের ঢুকে পড়েছে জ্য়াসপার শহরে। বহু চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি।
অর্ধেক শহর ধ্বংস
ক্য়ানাডার প্রশাসন জানিয়েছে, মঙ্গলবার জঙ্গল থেকে আগুন প্রবেশ করেছে জ্য়াসপার শহরে। শহরের অর্ধেকের বেশি বাড়ি ধ্বংস অথবা ক্ষতিগ্রস্ত হয়েছে।
সকলকে সরিয়ে নেওয়া হয়েছে
জ্য়াসপার শহর এবং শহরসংলগ্ন জ্য়াসপার জাতীয় বনভূমি থেকে সমস্ত পর্যটকদের সরিয়ে নেওয়া হয়েছে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে।
প্রায় ২৫ হাজার মানুষ
স্থানীায় প্রশাসন জানিয়েছে, সোমবারও শহরে ১০ হাজার নাগরিক এবং শহরসংলগ্ন জঙ্গলে ১৫ হাজার পর্যটক ছিলেন। মঙ্গলবার এই ২৫ হাজার মানুষকে সরানো হয়েছে।
আধঘণ্টায় পাঁচ কিলোমিটার
আলবার্টার স্থানীয় প্রশাসন জানিয়েছে, জ্য়াসপারে আধ ঘণ্টায় পাঁচ কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে পড়েছে আগুন। আগুনের উচ্চতা ছিল ১০০ মিটার উঁচু। আগুনের একটি দেওয়াল জ্য়াসপারে ঢুকে পড়েছে বলে মনে হয়েছে।
১৭৬টি দাবানল
অ্য়ালবার্টা অঞ্চলে ১৭৬টি দাবানল জ্বলছে বলে জানা গেছে। এর মধ্যে ৫০টি দাবানল নিয়ন্ত্রণে আনা যায়নি। পার্শ্ববর্তী ব্রিটিশ কলম্বিয়ায় ৪২৩টি দাবানলের ঘটনা ঘটেছে। ফলে গোটা ক্য়ানাডাজুড়েই দাবানল শুরু হয়েছে বলা যেতে পারে।
৫০ শতাংশ ক্ষতি
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, জ্য়াসপারের ৫০ শতাংশ ক্ষতি ইতিমধ্য়েই হয়ে গেছে। আগুন যদি এভাবে জ্বলতে থাকে, তাহলে শহরের আর কিছুই অবশিষ্ট থাকবে না বলে তাদের আশঙ্কা।