কোটা সংস্কার আন্দোলন : রাজধানীতে ক্ষতিগ্রস্ত কিছু স্থাপনা
কোটা সংস্কার আন্দোলন ঘিরে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় হামলা, ভাঙচুর, সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে৷ ছবিঘরে রাজধানী ঢাকার কিছু ক্ষতিগ্রস্ত স্থাপনা৷
বিটিভি
১৮ জুলাই বিকেলে রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভি ভবনের প্রধান ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে আগুন দেয়া হয় এবং বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করা হয়৷ সেখানে পার্ক করা কয়েকটি গাড়িতেও আগুন দেয়া হয়৷ একই দিন সন্ধ্যা ছয়টার দিকে বিটিভির নিয়ন্ত্রণ নেয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)৷
সেতু ভবন
সেতু ভবনে দুই দিন হামলা চালিয়ে অর্ধশতাধিক গাড়িতে আগুন দেওয়া হয়৷ অফিস ভবনও আগুনে পুড়িয়ে দেওয়া হয়৷ নাশকতার এসব ঘটনায় দেশজুড়ে গ্রেপ্তার অভিযান চালাচ্ছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী৷
পুলিশ বক্স ও বিভিন্ন কার্যালয়
মিরপুর-১০ এর গোলচত্বরে পুলিশ বক্স পুড়িয়ে দেওয়া হয়৷ ঢাকায় সহিংসতায় ৬৯টি পুলিশ বক্সসহ ৮০টি স্থাপনা ও কার্যালয় ভাঙচুর করে আগুন দেওয়া হয়েছে বলেও জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)৷
মেয়র হানিফ ফ্লাইওভারের টোল প্লাজা
রাজধানীর শনিরআখড়া এলাকায় মেয়র হানিফ ফ্লাইওভারের টোল প্লাজায় আগুন দেয়া হয় এবং বিভিন্ন জিনিসপত্র খুলে নেয়া হয়৷ কর্তৃপক্ষ জানিয়েছে, ফ্লাইওভারের টোল প্লাজা ঠিক করতে কমপক্ষে ৬ মাস লাগবে৷
স্বাস্থ্য অধিদপ্তর
কোটা সংস্কার আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির মধ্যে ১৯ জুলাই দুর্বৃত্তরা স্বাস্থ্য অধিদপ্তরের ২৩টি গাড়ি পুড়িয়ে দেয়৷ এছাড়া ২৮টি গাড়ি ভাঙচুরও করা হয়৷ এর মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের ব্যবহৃত গাড়িও আছে৷
বিআরটিএর প্রধান কার্যালয় এবং...
দুর্বৃত্তদের দেয়া আগুনে বিআরটিএর প্রধান কার্যালয়ের পুরো ভবনটাই এখন ব্যবহারের অনুপযোগী বলে জানিয়েছে কর্তৃপক্ষ৷ আগুনে বিভিন্ন গাড়ি পুড়ে ছাই হয়ে যায়৷ ভবনে ব্যাপক ভাঙচুরও চালানো হয়েছে৷ গত সপ্তাহের বৃহস্পতি ও শুক্রবার (বিআরটিএ)-র প্রধান কার্যালয় ও মিরপুর ১৪ নম্বরে সার্কেল-১ অফিসে আগুন দেয় দুর্বৃত্তরা৷ এ কারণে লাইসেন্স কার্ড, রুট পারমিটসহ চার ধরনের সেবা বন্ধ রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি৷
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বনানী টোল প্লাজা
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বনানী টোল প্লাজায় আগুন দেয় দুর্বৃত্তরা৷ মহাখালী ও বনানী টোল প্লাজায় আগুন দেওয়ায় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ রয়েছে৷
কবে চালু হবে এলিভেটেড এক্সপ্রেসওয়ে?
গত ১৮ ও ১৯ জুলাই এ দুটি টোল প্লাজায় আগুন দেওয়া হয়৷ সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, এ দুই টোল প্লাজা পুরোপুরি ক্ষতিগ্রস্ত হওয়ায় পুরো এলিভেটেড এক্সপ্রেসওয়ে বন্ধ রয়েছে৷ কবে নাগাদ চালু হতে পারে তা বলতে পারছেন না তারা৷