dw.com এর বেটা সংস্করণ ভিজিট করুন৷ আমাদের কাজ এখনো শেষ হয়নি! আপনার মতামত সাইটটিকে আরো সমৃদ্ধ করতে পারে৷
গঙ্গাকে দেবীরূপে পুজো করার চল আদি যুগ থেকেই৷ সম্প্রতি এ নদীকে মানুষের স্বীকৃতিও দিয়েছে ভারত৷ অথচ নদীর দূষণ রোধ করা যায়নি৷ উল্টে অসচেতনভাবে ধর্মচর্চার কারণে দূষণ বেড়েই চলেছে হরিদ্বারের মতো হিন্দু ধর্মের পীঠস্থানগুলোতে৷