1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজকেনিয়া

কেনিয়ায় স্কুলে আগুন লেগে নিহত অন্তত ১৭ শিশু

৬ সেপ্টেম্বর ২০২৪

কেনিয়ার একটি স্কুলের ছাত্রাবাসে আগুন লেগে অন্তত ১৭ শিশু প্রাণ হারিয়েছে বলে শুক্রবার পুলিশ জানিয়েছে৷

https://p.dw.com/p/4kLOa
কেনিয়ার স্কুলে আগ্নিকাণ্ড
নাইরোবি থেকে ১৭০ কিলোমিটার উত্তরে নেয়েরি কাউন্টির হিলসাইড এনদারাসা অ্যাকাডেমিতে মাঝরাতে আগ্নিকাণ্ডের ঘটনা ঘটে৷ ছবি: AP Photo/picture alliance

রাজধানী নাইরোবি থেকে ১৭০ কিলোমিটার উত্তরে নেয়েরি কাউন্টির হিলসাইড এনদারাসা অ্যাকাডেমিতে মাঝরাতে আগুন লাগার সময় শিশুরা ঘুমিয়ে ছিল৷

ঐ প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৮০০ শিক্ষার্থী আছে৷ তাদের বয়স পাঁচ থেকে ১২-র মধ্যে৷

পুলিশের মুখপাত্র রেসিলা ওনায়াঙ্গো এএফপিকে জানান, উদ্ধার করা মরদেহগুলো এমনভাবে পুড়ে গেছে যে সেগুলো কার তা জানা সম্ভব হয়নি৷ আহতদের মধ্যে ১৬ জনের অবস্থা মারাত্মক বলেও জানান তিনি৷ ‘‘ঘটনাস্থলে পুরোপুরি তদন্ত শেষে আরও মরদেহ পাওয়া যেতে পারে,'' বলে আশঙ্কা তার৷

আগুন লাগার কারণ এখনও জানা যায়নি বলে জানান পুলিশের ঐ মুখপাত্র৷ তবে তদন্ত শুরু হয়েছে৷

কেনিয়ার স্কুলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে
আগুন লাগার পর ছাত্রাবাসের বাইরে অবস্থারনত উদ্বিগ্ন অভিভাবকেরাছবি: AP Photo/picture alliance

কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো নিহতদের প্রতি শোক প্রকাশ করেছেন৷

কেনিয়ায় অতীতেও স্কুলে আগুন লাগার ঘটনা ঘটেছে৷ ২০১৬ সালে মেয়েদেরে এক হাইস্কুলে আগুন লেগে নয় শিক্ষার্থী নিহত হয়েছিল৷ নাইরোবির উপকণ্ঠে কিবেরিয়ায় এই দুর্ঘটনা ঘটেছিল৷

২০০১ সালে একটি স্কুলের ছাত্রাবাসে আগুন লাগিয়ে দেওয়া হলে ৬৭ শিক্ষার্থী মারা গিয়েছিল৷ দক্ষিণাঞ্চলের মাচাকস জেলায় এই হামলা হয়েছিল৷ এই ঘটনায় দুই শিক্ষার্থীকে হত্যার দায়ে অভিযুক্ত করা হয়েছিল৷

জেডএইচ/এসিবি (এএফপি)