dw.com এর বেটা সংস্করণ ভিজিট করুন৷ আমাদের কাজ এখনো শেষ হয়নি! আপনার মতামত সাইটটিকে আরো সমৃদ্ধ করতে পারে৷
২৫শে বৈশাখ, ১২৬৮ বঙ্গাব্দে জন্মেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর৷ তাঁর জীবনের অনেকটা সময় কেটেছে বাংলাদেশে৷ জমিদারি পরিচালনা করতে এসে রচনা করেছেন মহামূল্য সাহিত্যকর্ম৷ কুমারখালী ও কুষ্টিয়ায় কবিগুরুর স্মৃতিধন্য দু’টি জায়গা৷