1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কীভাবে পড়লেন মমতা, বয়ান বদল হাসপাতালের

১৫ মার্চ ২০২৪

মুখ্যমন্ত্রীর মনে হয়েছিল তাকে পিছন থেকে ধাক্কা মারা হয়েছে। আসলে তেমন কিছু ঘটেনি। জানালো হাসপাতাল।

https://p.dw.com/p/4dXgS
মমতা বন্দ্যোপাধ্যায়
কপাল ফাটলো মুখ্যমন্ত্রীরছবি: Niharika Kulkarni/NurPhoto/picture alliance

বিতর্কের সূত্রপাত বৃহস্পতিবার রাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসএসকেএম হাসপাতাল থেকে বাড়ি ফিরে যাওয়ার পর। হাসপাতালের ডিরেক্টর মণিময় বন্দ্যোপাধ্যায় বাকি চিকিৎসকেদের নিয়ে এসএসকেএম হাসপাতালের বাইরেই একটি সাংবাদিক সম্মেলন করেন। সেখানে তিনি বলেন, ''মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তাকে পিছন থেকে ধাক্কা দেওয়া হয়েছে।''

মণিময়ের এই বক্তব্য নিয়ে উত্তেজনা ছড়ায়। প্রশ্ন উঠতে শুরু করে, বাড়ির ভিতর কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পিছন থেকে ধাক্কা দিল? পুলিশও এনিয়ে তদন্ত শুরু করে। যদিও মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ মহল এবং তৃণমূলের তরফে জানানো হয়, ধাক্কা দেওয়ার কোনো ঘটনা ঘটেনি। মুখ্যমন্ত্রী যে ঘরে পড়ে যান, সেখানে তিনি একাই ছিলেন। অন্য ঘরে বাড়ির অন্য সদস্যেরা ছিলেন। বস্তুত, যখন এঘটনা ঘটে, তখন সেখানে উপস্থিত ছিলেন মমতার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনিই গাড়ি করে মুখ্যমন্ত্রীকে হাসপাতালে নিয়ে যান।

কিন্তু চিকিৎসকের মন্তব্য নিয়ে রাত পর্যন্ত বিভিন্ন মহলে আলোচনা চলতে থাকে। এরপর নিজের বক্তব্যের ব্যাখ্যা দেন মণিময়। তিনি বলেন, ''পিছন থেকে ধাক্কা মারা একটা সেনসেশন। শারীরিক অসুস্থতার সময় অনেক সময় এটা মনে হয়। তার মানে সত্যি সত্যি কেউ ধাক্কা মেরেছে এমনটা নয়।''

তৃণমূল সূত্রেও এই একই কথা বলা হচ্ছে। তাদেরও বক্তব্য, পিছন থেকে কেউ ধাক্কা দিয়েছে বলে যে কথা বলা হচ্ছে, তা সত্য নয়। তবে মুখ্যমন্ত্রী নিজে এখনো পর্যন্ত এবিষয়ে কোনো কথা বলেননি। আজ এসএসকেএম হাসপাতালে তার চেক আপে যাওয়ার কথা বলে জানিয়েছে তৃণমূলের সূত্র।

বৃহস্পতিবার সন্ধ্যায় কালীঘাটে নিজের বাড়িতে পড়ে গেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কপালে তিনটি এবং নাকে একটি সেলাই পড়ে। তার সিটি স্ক্যানও করা হয়েছে। তবে চিকিৎসকেরা জানিয়েছেন, সিটি স্ক্যানে কিছু পাওয়া যায়নি।

এসজি/জিএইচ (পিটিআই)