কিয়েভ দখল করতে রাশিয়া এবার চূড়ান্ত আঘাত হানার প্রস্তুতি নিচ্ছে। এই পরিপ্রেক্ষিতে সব ভারতীয় কিয়েভ ছেড়েছেন বলে জানালেন পররাষ্ট্রসচিব হর্ষবর্ধন শ্রিংলা। তিনি বলেছেন, ''আমরা খোঁজ করে জেনেছি, যে ভারতীয়রা ছিলেন, তারা সকলে কিয়েভ ছেড়ে চলে গেছেন।''
শ্রিংলা জানিয়েছেন, ''কিয়েভে রাশিয়ার সামরিক অভিযানের পরিপ্রেক্ষিতে সেখানে দূতাবাস বন্ধ করে দেয়া হয়েছে। সব কর্মীকে সরিয়ে নেয়া হয়েছে।''
পররাষ্ট্রসচিব বলেছেন, ''৮ মার্চ পর্যন্ত ভারত মোট ৪৬টি বিমান চালাবে। তার মধ্যে ২৯টি বিমান বুখারেস্ট থেকে, ১০টি বুদাপেস্ট থেকে, ছয়টি পোল্যান্ড থেকে এবং একটি স্লোভাকিয়া থেকে চালানো হবে। এছাড়া বিমানবাহিনীর একটি বিমান বুখারেস্ট থেকে আটক ভারতীয়দের নিয়ে দেশে ফিরবে।''
-
প্রিয় শহর রক্ষায় লড়ছে কিয়েভবাসী
এক পায়ে টহল
শহর রক্ষা করতে অস্ত্র হাতে কিয়েভের রাস্তায় নেমেছেন অনেক সাধারণ মানুষ৷ ওপরের ছবিতে তাদেরই একজন৷ এক পা নিয়েই প্রিয় শহর রক্ষায় নেমে পড়েছেন তিনি৷
-
প্রিয় শহর রক্ষায় লড়ছে কিয়েভবাসী
অনড় প্রেসিডেন্ট
শোনা গিয়েছিল রাশিয়ার আক্রমণ শুরু হতেই রাজধানী ছেড়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি৷ কিন্তু পরে কিয়েভেই দেখা যায় তাকে৷ জেলেনস্কি জানিয়েছেন, তিনি কিয়েভ ছেড়ে যাবেন না৷
-
প্রিয় শহর রক্ষায় লড়ছে কিয়েভবাসী
বিমানবন্দরে হামলা
রাজধানী কিয়েভের কাছের আন্তনভ বিমানবন্দরে আঘাত হেনেছে রাশিয়ার ক্ষেপণাস্ত্র৷ আগুন জ্বলছে৷ দূর থেকে দেখা যাচ্ছে ধোঁয়া৷ ছবিটি গত ২৪ ফেব্রুয়ারির৷
-
প্রিয় শহর রক্ষায় লড়ছে কিয়েভবাসী
আতঙ্কের ভোর
২৫ ফেব্রুয়ারি ভোরে তিন দিক থেকে কিয়েভের ওপর হামলা চালায় রুশ বাহিনী৷ বিস্তীর্ণ এলাকা জুড়ে আগুন জ্বলে ওঠে দাউদাউ করে৷
-
প্রিয় শহর রক্ষায় লড়ছে কিয়েভবাসী
বিমানের ধ্বংসাবশেষ
ধসে পড়া বিমানের ধ্বংসাবশেষ দেখছেন ইউক্রেন সেনাবাহিনীর সদস্যরা৷ বিমান ধসে পড়ার কারণ জানা যায়নি৷ ছবিটি গত ২৫ ফেব্রুয়ারির৷
-
প্রিয় শহর রক্ষায় লড়ছে কিয়েভবাসী
অসহায় এক বৃদ্ধা
ক্ষেপণাস্ত্রের আঘাতে ভেঙে পড়েছে বাড়ি৷ ঘুরে ঘুরে নিজের বিধ্বস্ত বাড়ি দেখছেন এক বৃদ্ধা৷এই ছবিটিও ২৫ ফেব্রুয়ারির৷
-
প্রিয় শহর রক্ষায় লড়ছে কিয়েভবাসী
নানা স্থানে মৃত্যুর ফাঁদ
২৬ ফেব্রুয়ারি ভোরে কিয়েভের কয়েকটি স্থানে বিমান হামলা চালায় রাশিয়া৷ হামলার পর অবিস্ফোরিত শেল খুঁজছেন ইউক্রেনের সেনা সদস্যরা৷
-
প্রিয় শহর রক্ষায় লড়ছে কিয়েভবাসী
বিধ্বস্ত শিল্পাঞ্চল
শনিবার কিয়েভের অধিবাসীদের ঘুম ভাঙে সাইরেনের শব্দে৷ রুশ বাহিনীর বিমান হামলায় কেঁপে ওঠে রাজধানীর শিল্পাঞ্চল৷ রাস্তায় রুশ বাহিনীর সঙ্গে ইউক্রেনের সেনা সদস্যদের সংঘর্ষের খবরও ছড়িয়ে পড়ে৷
-
প্রিয় শহর রক্ষায় লড়ছে কিয়েভবাসী
বিধ্বস্ত গাড়ি
এই গাড়িও রাশিয়ার বিমান হামলার শিকার৷ গাড়িসহ হামলায় বিধ্বস্ত এলাকা ঘুরে দেখছেন ইউক্রেনের সেনাসদস্যরা৷
-
প্রিয় শহর রক্ষায় লড়ছে কিয়েভবাসী
শান্তির জন্য যুদ্ধ
রাশিয়ার হামলা প্রতিহত করছে ইউক্রেনের সেনাবাহিনী৷ ১৮ থেকে ৬০ বছর বয়সি সব সাধারণ পুরুষ নাগরিককেও সশস্ত্র প্রতিরোধ সংগ্রামে অংশ নেয়ার আহ্বান জানিয়েছে সরকার৷ ছবিতে রুশ বাহিনীর অপেক্ষায় ইউক্রেনের দুই সেনাসদস্য৷ ২৭ ফেব্রুয়ারির ছবি৷
-
প্রিয় শহর রক্ষায় লড়ছে কিয়েভবাসী
গ্যাস ডিপোয় হামলা
রাশিয়ার রকেট হামলার ফলে আগুন জ্বলছে কিয়েভের অদূরের ভাসিলকিভ গ্যাস ডিপোয়৷ ২৭ ফেব্রুয়ারির ছবি৷
রশিয়ার হামলা শুরু হওয়ার আগে ২০ হাজারের মতো ভারতীয় ইউক্রেনে ছিলেন। এখন তার মধ্যে ১২ হাজার ভারতীয় ইউক্রেন ছেড়েছেন। এখনো খারকিভ এবং অন্য জায়গায় ভারতীয়রা আছেন। তাদের পশ্চিম সীমান্তে নিয়ে আসা হচ্ছে বলে শ্রিংলা জানিয়েছেন। এই পশ্চিম সীমান্তে কোনো গোলমাল নেই বলে তার দাবি।
গত দুই দিন ধরে ভারতীয়দের দেশে ফেরানোর বিষয়ে সরকার বিশেষভাবে উদ্যোগীহয়েছে। তার আগে ছাত্রছাত্রীরা সামাজিক মাধ্যম ভরিয়ে দিয়েছিলেন তাদের দুরবস্থা নিয়ে পোস্ট করে। এরপরই সরকার নড়েচড়ে বসে। গত দুই দিনে প্রধানমন্ত্রী চারটি উচ্চপর্যায়ের বৈঠক করেছেন। এয়ার ইন্ডিয়া, স্পাইসজেট, ইন্ডিগোর বিমানে করে ভারতীয়দের দেশে ফেরানো হচ্ছে। এমনকী, বিমানবাহিনীর বিমানও কাজে লাগানো হচ্ছে।
মঙ্গলবার সন্ধ্যায় শ্রিংলা রাশিয়া ও ইউক্রেনের রষ্ট্রদূতদের সঙ্গে কথা বলেছেন। তাদের শ্রিংলা জানিয়েছেন, খারকিভ ও অন্য এলাকায় যে ভারতীয়রা আছেন, তারা যাতে নিরাপদে সীমান্তে পৌঁছাতে পারে, সেটা নিশ্চিত করতে হবে। দুই রাষ্ট্রদূতই সাহায্যের আশ্বাস দিয়েছেন।
জিএইচ/এসজি ( হর্ষবর্ধন শ্রিংলার সাংবাদিক সম্মেলন)