1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিরাশিয়া

কিয়েভে আবার রাশিয়ার হামলা

২৬ আগস্ট ২০২৪

ইউক্রেনের রাজধানীর উপর রাশিয়া ভোররাতে ড্রোন হামলা চালিয়েছে৷ বেলারুশ সীমান্তে বাড়তি সেনা মোতায়েনের ফলে বৃহত্তর যুদ্ধ নিয়ে উদ্বেগ বাড়ছে৷ কুরস্ক এলাকায় আরো জমি দখল করছে ইউক্রেন৷

https://p.dw.com/p/4jui1
বিধ্বস্ত ভবন পরিদর্শনে জরুরি সেবাদাতা সংস্থার কর্মীরা
রোববার দনেৎস্কে রাশিয়ার হামলায় একটি হোটেল বিধ্বস্ত হয়ছবি: Genya Savilov/AFP/Getty Images

সোমবার ভোরে রাশিয়া ইউক্রেনের রাজধানী কিয়েভের উপর বড় আকারে ড্রোন হামলা চালিয়েছে বলে সামরিক বাহিনী জানিয়েছে৷ তবে প্রাথমিক খবর অনুযায়ী এর ফলে হতাহতের ঘটনা ঘটেনি৷ শহরের সামরিক প্রশাসনের প্রধান জানিয়েছেন, কমপক্ষে দশটি ড্রোন ধ্বংস করা হয়েছে৷ মাঝরাত থেকেই ইউক্রেনের মধ্য ও পূর্বাঞ্চলে আকাশপথে হামলা সম্পর্কে সতর্কতা জারি করা হয়েছিল৷

রাশিয়ার মূল ভূখণ্ডে কুর্স্ক অঞ্চলে ইউক্রেনের সেনাবাহিনীর অভিযান মস্কোর জন্য অত্যন্ত অস্বস্তিকর হয়ে উঠেছে৷ এখনো পর্যন্ত দখলদারি বাহিনীর বিরুদ্ধে তেমন প্রতিরোধ দেখা যাচ্ছে না৷ কিন্তু ইউক্রেনকে সমস্যায় ফেলতে অন্যান্য জায়গায় তৎপরতা বাড়াচ্ছে মস্কো৷ বেলারুশ সীমান্তে আরো সৈন্য মোতায়েন করা হচ্ছে৷ এক সপ্তাহ আগেই সে দেশ এই ঘোষণা করেছিল৷ ইউক্রেন সীমান্তে সে দেশের সেনাবাহিনীর বাড়তি তৎপরতার দোহাই দিয়ে বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেংকো বাড়তি সৈন্য মোতায়েনের পূর্বাভাস দিয়েছিলেন৷ রোববার ইউক্রেনের সরকারও সেখানে বাড়তি তৎপরতার কথা জানিয়েছে৷ ফলে বেলারুশও এবার সরাসরি ইউক্রেন যুদ্ধে জড়িয়ে পড়বে কিনা সে বিষয়ে প্রশ্ন উঠছে৷ ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণলায় বেলারুশের উদ্দেশ্যে মস্কোর চাপে পড়ে কোনো ‘ট্র্যাজিক' ভুল না করার পরামর্শ দিয়েছে৷

এদিকে দুই দেশের নিয়ন্ত্রণ রেখার আশেপাশের অঞ্চল সাংবাদিকদের জন্য কতটা বিপজ্জনক হয়ে উঠছে, রোববার তা স্পষ্ট হয়ে গেছে৷ ইউক্রেনের পূর্বে ক্রামাটরস্ক শহরে এক হোটেলের উপর রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় সংবাদ সংস্থা রয়টার্সের এক কর্মী নিহত ও দুই সাংবাদিক আহত হয়েছেন৷ হামলায় রায়ান ইভান্স নামের নিরাপত্তা উপদেষ্টার মৃত্যুর খবর জানিয়েছে রয়টার্স৷ ব্রিটিশ সেনাবাহিনীর প্রাক্তন এই সদস্য ২০২২ সাল থেকে রয়টার্সের সাংবাদিকদের নিরাপত্তার পরামর্শ দিয়ে এসেছেন৷ ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদোমির জেলেনস্কি জানিয়েছেন, ৫০০ কিলোমিটার পাল্লার রুশ ইস্কান্দার মিসাইল সেই হোটেলের উপর আঘাত হেনেছে৷ রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এই ঘটনা সম্পর্কে কোনো মন্তব্য করে নি৷

প্রেসিডেন্ট জেলেনস্কি আরো জানিয়েছেন, ইউক্রেনের সেনেবাহিনী রাশিয়ার কুরস্ক অঞ্চলের আরো গভীরে প্রবেশ করছে৷ ছোট পদক্ষেপ হলেও নতুন করে দুটি এলাকা দখল করা হয়েছে৷ ফলে প্রায় দুই সপ্তাহ ধরে ইউক্রেনের সামরিক অভিযান সাফল্য পেয়ে আসছে৷ সন্ধ্যায় নিজের ভাষণে জেলেনস্কি বলেন, আরো একটি এলাকা দখলের তোড়জোড় চলছে৷

এসবি/এসিবি (রয়টার্স, ডিপিএ)

রাশিয়ায় হামলা চালানো আইসিস-খোরাসান কারা?

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য