কিছুক্ষণের জন্য স্তব্ধ হোয়াটস্যাপ, ফিরতেই স্বস্তি বিশ্বজুড়ে
৪ এপ্রিল ২০২৪বুধবার প্রযুক্তি সংস্থা মেটার অধীনে থাকা অ্যাপ, যেমন হোয়াটস্যাপ, ইনস্টাগ্রাম ও ফেসবুক কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায়৷ এই খবর নিশ্চিত করে হোয়াটস্যাপও৷
ট্র্যাকিং ওয়েবসাইট ডাউনডিটেক্টর ডট কম জানায় যে এই ঘটনার প্রভাব পড়ে কয়েক হাজার হোয়াটস্যাপ ব্যবহারকারীদের ওপর৷
তিন ঘন্টা পর সমস্যার সমাধান হলে হোয়াটস্যাপ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) জানায়, ‘‘অতঃপর, আমরা ফিরে এসেছি৷ চ্যাটিং শুভ হোক!''
হোয়াটস্যাপ বন্ধের প্রভাব যত বড়
ডাউন ডিটেক্টর অনুযায়ী, অ্যাপ বন্ধ হওয়ার এই ‘আউটেজ' মার্কিন যুক্তরাষ্ট্রের ২৪ হাজার ব্যবহারকারীকে চমকে দেয়৷
একই সূত্র বলছে, ভারতের ৪৬ হাজার ব্যবহারকারী, যুক্তরাজ্যে ৮২ হাজার ও ব্রাজিলে ৮৮ হাজার ব্যবহারকারীরা এই সমস্যার কথা বলেন৷
ইনস্টাগ্রামের পাঁচ হাজার ব্যবহারকারীরও এই সমস্যা দেখা দেয়৷
গত মাসেও, একই ধরনের একটি ‘আউটেজ' হয় ফেসবুক, ইনস্টাগ্রাম ও থ্রেডস অ্যাপের কয়েক লাখ ব্যবহারকারীদের৷
পরিসংখ্যান পোর্টাল স্টাটিস্টা বলছে, ২০২৩ সালের শেষ চার মাসে, মেটার কোনো না কোনো অ্যাপ ব্যবহার করছেন প্রায় চার বিলিয়ন মানুষ, অর্থাৎ বিশ্বের জনসংখ্যার অর্ধেকের সমান৷
এসএস/কেএম (রয়টার্স, ডিপিএ)