1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আবার পর্যটক যেতে পারবে কাশ্মীরে

৮ অক্টোবর ২০১৯

পর্যটকদের প্রতি কাশ্মীর ভ্রমণ না করা সংক্রান্ত নির্দেশনা তুলে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ৷ ভারত নিয়ন্ত্রিত অঞ্চলটির বিশেষ মর্যাদা প্রত্যাহারের পর সেখানে মানুষের চলাচল ও যোগাযোগে বিধিনিষেধ আরোপ করা হয়৷

https://p.dw.com/p/3Qu9w
Indien Kaschmir Häftlinge
ছবি: picture-alliance/AP/A. Qadri

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে আবারো পর্যটকদের স্বাগত জানানো হবে বলে জানিয়েছেন সেখানকার গভর্নর সত্য পাল মালিক৷ সোমবার বিকেলে তিনি জানান, সংশ্লিষ্ট অঞ্চল ভ্রমণ না করতে ভারতীয় কর্তৃপক্ষ যে নির্দেশনা জারি করেছিল তা বৃহস্পতিবার তুলে নেয়া হবে৷

‘সন্ত্রাসী হামলার' আশঙ্কায় গত ২ আগস্ট কাশ্মীরে অবস্থানরত পর্যটকদের অনতিবিলম্বে সে স্থান ছেড়ে চলে যেতে বলা হয়৷ সেসময় প্রায় সাড়ে তিন লাখ পর্যটক এবং হিন্দু তীর্থযাত্রী বাসে এবং বিমানে দ্রুত জম্মু এবং কাশ্মীর ছেড়ে যান৷

প্রসঙ্গত, কাশ্মীর অঞ্চল নিয়ে ভারত এবং পাকিস্তানের মধ্যে কয়েক দশক ধরে বিরোধ চলছে৷ পরমাণু শক্তিধর দেশ দু'টো সংশ্লিষ্ট অঞ্চল নিয়ে একাধিকবার যুদ্ধেও জড়িয়েছে৷ উভয় দেশই কাশ্মীরকে নিজেদের বলে দাবি করে, তবে বাস্তবে তারা কাশ্মীরের দুই অংশ শাসন করছে৷

ভারত সম্প্রতি কাশ্মীরের ‘বিশেষ মর্যাদা' প্রত্যাহার করে নিলে সেখানে তীব্র প্রতিবাদ-বিক্ষোভ শুরু হয়৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে দেশটি সংশ্লিষ্ট অঞ্চলে বিপুল সেনা মোতায়েনের পাশাপাশি মানুষের চলাচলের স্বাধীনতা এবং যোগাযোগ প্রযুক্তির উপর নিয়ন্ত্রণ আরোপ করে৷

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে অবশ্য প্রতিবাদ কর্মসূচি এখনো পালন করা হচ্ছে৷ তাসত্ত্বেও কর্তৃপক্ষ আবারো পর্যটকদের সেখানে যাওয়ার অনুমতি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে৷ পাশাপাশি চলাচল এবং যোগাযোগে যে নিষেধাজ্ঞা রয়েছে তা-ও ধীরে ধীরে তুলে নেয়া হবে বলে জানিয়েছে ভারত৷

এআই/এসিবি (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য