কাবুলের শহরতলীতে প্রাণঘাতি বিস্ফোরণ
১২ আগস্ট ২০২৪আফগানিস্তানের রাজধানী কাবুলে রোববার মিনিবাস বিস্ফোরণে অন্তত এক ব্যক্তি নিহত এবং এগারোজন আহত হয়েছেন৷
কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাবরান এই বিষয়ে বলেন, ‘‘দাশত-ই-বারছি এলাকায় একটি মিনিবাসের মধ্যে আইইডি (ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস) বসানো ছিল৷'' এই ঘটনার তদন্ত চলছে বলেও জানিয়েছেন তিনি৷
এদিকে স্থানীয় সময় রোববার বিকেল চারটার দিকের এই বিস্ফোরণের দায় স্বীকার করেঠছে তথাকথিত ‘ইসলামিক স্টেট' সন্ত্রাসী গোষ্ঠী৷ টেলিগ্রামে এই দাবি করেছে গোষ্ঠীটি৷
যেখানে বিস্ফোরণ ঘটেছে সেটি শিয়া মুসলমানদের এলাকা৷ আফগানিস্তানে সংখ্যালঘু এই গোষ্ঠীটি দীর্ঘদিন ধরে নির্যাতনের শিকার৷ বিভিন্ন জিহাদি গোষ্ঠী তাদেরকে ‘ধর্মবিরোধী' আখ্যা দিয়ে তাদের উপর হামলা চালায়৷
২০২১ সালে তালেবান আবারও আফগানিস্তানের ক্ষমতা দখল করে নিলে বোমা এবং অন্যান্য হামলা কমে যায়৷ তবে যুদ্ধবিধ্বস্ত দেশটিতে বিচ্ছিন্নভাবে ‘ইসলামিক স্টেটের' তৎপরতা এখনো রয়ে গেছে৷
এআই/এসিবি (ডিপিএ, এএফপি)