dw.com এর বেটা সংস্করণ ভিজিট করুন৷ আমাদের কাজ এখনো শেষ হয়নি! আপনার মতামত সাইটটিকে আরো সমৃদ্ধ করতে পারে৷
কান চলচ্চিত্র উৎসবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইহুদি হত্যাযজ্ঞ ও নৃশংসতার অন্যতম আখ্যান আনা ফ্রাঙ্কের ডায়েরিকে অ্যানিমেশনে উপস্থাপন করলেন পরিচালক আরি ফোলমান৷ এই ইতিহাস শিশু ও তরুণদের জানানোই অ্যানিমেশন তৈরির বড় কারণ বলে জানিয়েছেন তিনি৷