dw.com এর বেটা সংস্করণ ভিজিট করুন৷ আমাদের কাজ এখনো শেষ হয়নি! আপনার মতামত সাইটটিকে আরো সমৃদ্ধ করতে পারে৷
কয়েকদিনের সহিংস বিক্ষোভের পর ‘সশস্ত্র দস্যুদের’ ধ্বংস করার প্রত্যয় ব্যক্ত করেছেন কাজাখ প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট টোকায়েভ৷ অস্থিরতা দমনে সেনা পাঠানোয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনকে ‘বিশেষ ধন্যবাদও’ জানিয়েছেন তিনি৷ এক ফোন কলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং টোকায়েভকে সাধুবাদ জানিয়ে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন৷