dw.com এর বেটা সংস্করণ ভিজিট করুন৷ আমাদের কাজ এখনো শেষ হয়নি! আপনার মতামত সাইটটিকে আরো সমৃদ্ধ করতে পারে৷
ভারতের উত্তর কলকাতার বদ্রীদাস টেম্পল স্ট্রিটে কলকাতা সাইকেল সমাজ নামের এক সংগঠন বিনামূল্যে সাইকেল চালানোর প্রশিক্ষণ দিয়ে থাকে৷ ১০ বছরের শিশু থেকে শুরু করে ৬৬ বছরের বৃদ্ধ, নারী-পুরুষ, নির্বিশেষে সবাই সেখানে সাইকেল চালানো শিখতে পারেন৷ নিজের সাইকেল থাকার বাধ্যবাধকতা নেই, শেখার জন্য সেখান থেকেই মেলে সাইকেল৷