dw.com এর বেটা সংস্করণ ভিজিট করুন৷ আমাদের কাজ এখনো শেষ হয়নি! আপনার মতামত সাইটটিকে আরো সমৃদ্ধ করতে পারে৷
দক্ষিণ কলকাতার আলিপুর সংলগ্ন দুর্গাপুর ব্রিজ থেকে শুরু করে মাঝেরহাট ব্রিজ পর্যন্ত রেললাইন বরাবর মন্টু হাইত তৈরি করেছেন এক সবুজ জঙ্গল৷ তাঁকে অনেকেই ডাকেন ‘গ্রিন ম্যান’ নামে৷
পেশায় আইনজীবী৷ কিন্তু মন পড়ে থাকে নিজের তৈরি অরণ্যে৷ দক্ষিণ কলকাতার আলিপুর সংলগ্ন দুর্গাপুর ব্রিজ থেকে শুরু করে মাঝেরহাট ব্রিজ পর্যন্ত রেললাইন বরাবর তৈরি করেছেন এক সবুজ জঙ্গল৷ আট বছর ধরে নিজের চেষ্টায় এই অরণ্য বানিয়েছেন বলে তাঁকে অনেকেই ডাকেন ‘গ্রিন ম্যান’ নামে৷