dw.com এর বেটা সংস্করণ ভিজিট করুন৷ আমাদের কাজ এখনো শেষ হয়নি! আপনার মতামত সাইটটিকে আরো সমৃদ্ধ করতে পারে৷
বাংলার বিখ্যাত ফার্সি পন্ডিত ড. এম ইশাক (১৮৯৮ - ১৯৬৯) ১৯৪৪ সালের ২৭ আগস্ট কলকাতার ইরান সোসাইটি প্রতিষ্ঠা করেন৷ প্রতিষ্ঠানটি এখনও পূর্ণ উদ্যমে সক্রিয়৷
মধ্যযুগের ভারতীয় ইতিহাসকে বোঝার পাশাপাশি ভারত-ইরান সম্পর্ক উন্নয়নে এই সোসাইটি ও ফার্সি ভাষা শিক্ষার গুরুত্ব অপরিসীম৷ নিয়মিত ব্যবধানে সেমিনার, বক্তৃতাসভা, বই ও জার্নাল প্রকাশ ছাড়াও ইরান সোসাইটির কর্মকাণ্ডের এক অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো প্রতিষ্ঠানটির লাইব্রেরি৷ প্রায় ১৫ হাজার বই রয়েছে এই লাইব্রেরিটিতে৷