1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
দুর্নীতির অভিযোগ উঠতেই জেলেনস্কির সরকার অবিলম্বে পদক্ষেপ নেওয়ায় আন্তর্জাতিক স্তরে স্বস্তি দেখা যাচ্ছে৷
দুর্নীতির অভিযোগ উঠতেই জেলেনস্কির সরকার অবিলম্বে পদক্ষেপ নেওয়ায় আন্তর্জাতিক স্তরে স্বস্তি দেখা যাচ্ছে৷ ছবি: President of Ukraine/apaimages/IMAGO
রাজনীতিইউক্রেন

কর্মকর্তাদের বরখাস্ত, দুর্নীতির বিরুদ্ধে কঠোর জেলেনস্কি

২৫ জানুয়ারি ২০২৩

যুদ্ধের মাঝে ইউক্রেনে দুর্নীতির অভিযোগে প্রশাসনের বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তাকে বরখাস্ত করা হলো৷ প্রেসিডেন্ট জেলেনস্কি শক্তিশালী ইউক্রেনের স্বার্থে দুর্নীতি দমন অভিযান চালিয়ে যাবার অঙ্গীকার করেন৷

https://p.dw.com/p/4Mf82

গত প্রায় এক বছর ধরে রাশিয়ার হামলা মোকাবিলা করে ইউক্রেন যখন আন্তর্জাতিক আঙিনায় সম্ভ্রম আদায় করে চলেছে, তারই মাঝে দুর্নীতি কেলেঙ্কারি দেশটির ভাবমূর্তির উপর কালো ছায়া ফেললো৷ সেই ধাক্কা সামলাতে প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি মঙ্গলবার একাধিক উচ্চপদস্থ কর্মকর্তাদের বরখাস্ত করে প্রশাসন ঢেলে সাজানোর সিদ্ধান্ত নিলেন৷ এর আওতায় পাঁচ জন আঞ্চলিক গভর্নর, চার জন উপমন্ত্রী এবং প্রেসিডেন্ট দফতরের এক উচ্চপদস্থ কর্মকর্তাকে সরিয়ে দেওয়া হয়েছে৷ জেলেনস্কি বলেন, দেশের ক্ষতি এড়াতে তিনি অভ্যন্তরীণ সমস্যা দূর করা প্রয়োজন৷ রাতের ভিডিও বার্তায় তিনি বলেন, ‘‘আমাদের শক্তিশালী এক রাষ্ট্রের প্রয়োজন এবং ইউক্রেন ঠিক সে রকমই থাকবে৷''

রাশিয়ার হামলার আগেই ইউক্রেনে দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম শুরু হয়েছিল৷ কিন্তু যুদ্ধের মাঝেও দুর্নীতির ঘটনার পরিণতি মারাত্মক হতে পারে বলে মনে করা হচ্ছে৷ সামরিক সাহায্যের পাশাপাশি বিধ্বস্ত অর্থনীতি চালু রাখার ক্ষেত্রে ইউক্রেন বর্তমানে পশ্চিমা বিশ্বের উপর অনেকটাই নির্ভরশীল৷ তার উপর ইউরোপীয় ইউনিয়নে যোগদানের আবেদন করেছে সে দেশ৷ এমন সময় প্রশাসনের মধ্যে আর্থিক অনিয়ম দাতা দেশগুলির উদার সহায়তায় রাশ টানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷ ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শ্মিগাল মন্ত্রিসভার এক বৈঠকে দুর্নীতি দমন অভিযানের ক্ষেত্রে অগ্রগতির উল্লেখ করে বলেন, ইইউ-র সঙ্গে সমন্বয়ের তাগিদে পদ্ধতিগত ও ধারাবাহিক কাজ অত্যন্ত জরুরি৷

ইউক্রেনের সমাজ ও ভূখণ্ড উন্নয়ন দফতরের উপমন্ত্রী ভাসিল লজিনস্কির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের জের ধরে সরকার নড়েচড়ে বসেছে৷ মাত্রাতিরিক্ত দামে জেনারেটর কেনার জন্য তিনি চার লাখ ডলার ঘুস নিয়েছিলেন বলে অভিযোগ উঠেছে৷ তাঁর দফতরে সেই নগদ টাকা উদ্ধারের ছবি প্রকাশ করেছে দুর্নীতি দমন দফতর৷ রাশিয়ার হামলায় বিপর্যস্ত বিদ্যুৎ সরবরাহের ফলে কঠিন পরিস্থিতি মোকাবিলার মাঝে জেনারটের নিয়ে এমন দুর্নীতি তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে৷

দুর্নীতির অভিযোগ উঠতেই জেলেনস্কির সরকার অবিলম্বে পদক্ষেপ নেওয়ায় আন্তর্জাতিক স্তরে স্বস্তি দেখা যাচ্ছে৷ মার্কিন যুক্তরাষ্ট্রের দুই রাজনৈতিক দলের কয়েকজন সদস্য সন্তুষ্টি প্রকাশ করে ইউক্রেনের জন্য সামরিক ও মানবিক সাহায্য চালিয়ে যাবার পক্ষে সওয়াল করেছেন৷

আপাতত প্রেসিডেন্ট জেলেনস্কি রেহাই পেলেও অতীতে তাঁর বিরুদ্ধেও দুর্নীতির অভিযাগ উঠেছে৷ ২০২১ সালে তথাকথিত ‘প্যান্ডোরা পেপার্স' অনুযায়ী তিনি বিদেশের কিছু অফশোর কোম্পানির নেটওয়ার্ক কাজে লাগিয়ে লন্ডনে তিনটি উচ্চ মূল্যের সম্পত্তি কিনেছিলেন৷ সে সময় তাঁর দফতর থেকে বলা হয়েছিল, যে রুশপন্থি প্রাক্তন প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের ‘দুর্নীতিগ্রস্ত' প্রশাসনের থাবা থেকে নিজেকে রক্ষা করতে জেলেনস্কি এমনটা করেছিলেন৷


এসবি/এসিবি ( রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

বাখমুত

শি জিনপিংকে কিয়েভে আমন্ত্রণ জেলেনস্কির

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ
প্রথম পাতায় যান