নিউইয়র্কের করোনা ভাইরাস হট স্পটগুলোতে যেসব বিধিনিষেধ আরোপ করা হয়েছে সেগুলোকে চ্যালেঞ্জ করেছে খ্রিস্টান ও ইহুদি উপাসনালয়গুলো৷ এ ব্যাপারে বুধবার তাদের সমর্থন জানিয়েছে মার্কিন সুপ্রিম কোর্ট৷
ব্রুকলিনের রোমান ক্যাথলিক ডায়োসিস এবং দুইটি অর্থোডক্স ইহুদি গোষ্ঠীর অনুরোধ আদালত ৫-৪ ভোটে অনুমোদন দিয়েছে৷ বিচারপতি অ্যামি কনি ব্যারেট ধর্মীয় গোষ্ঠীগুলোর প্রতি তার সিদ্ধান্তসূচক ভোটটি দেন৷ তবে আদালতের তিনজন উদারপন্থীসহ কনজারভেটিভ চিফ জাস্টিস জন রবার্টস এই সিদ্ধান্তের বিরোধিতা করেন৷ ছয় অক্টোবর নিউ ইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুওমোরের নেওয়া সিদ্ধান্তের ফলে ব্রুকলিনের কিছু জায়গায় সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং সেসব এলাকার কিছু ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেওয়া হয়৷ তাছাড়া কিছু জায়গায় ধর্মীয় সমাবেশে ১০জন আবার কোথাও ২৫ জনের মধ্যে সীমাবদ্ধ রাখা হয়৷ পাশাপাশি খাবারের দোকানের মতো প্রয়োজনীয় ব্যবসায় বিধিনিষেধগুলো আরো কঠোর করার দিকে নজর দেওয়া হয়৷
উপাসনালয়গুলো মনে করে ধর্মীয় স্বাধীনতার সীমাবদ্ধতা মার্কিন সংবিধানের প্রথম সংশোধনী অনুযায়ী সুরক্ষিত৷
এনএস/কেএম (রয়টার্স)